Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রুপনারায়ন নদীর পাড়ে মহালয়ায়" আলোয় মায়ের আগমনী" অনুষ্ঠানে ধ্রুপদাঙ্গন

রুপনারায়ন নদীর পাড়ে মহালয়ায়" আলোয় মায়ের আগমনী" অনুষ্ঠানে ধ্রুপদাঙ্গন
পিতৃ পক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনায় মহালয়ার পূর্ণ তিথিতে রাজ্যের ঘাটে ঘাটে তর্পণ হয়ে চলেছে। তর্পণ আগত মানুষজনকে আনন্দ দিতে এবং মায়ের আগমনীর আনন্দ তুলে…

 






রুপনারায়ন নদীর পাড়ে মহালয়ায়" আলোয় মায়ের আগমনী" অনুষ্ঠানে ধ্রুপদাঙ্গন


পিতৃ পক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনায় মহালয়ার পূর্ণ তিথিতে রাজ্যের ঘাটে ঘাটে তর্পণ হয়ে চলেছে। তর্পণ আগত মানুষজনকে আনন্দ দিতে এবং মায়ের আগমনীর আনন্দ তুলে ধরতে ধ্রুপদাঙ্গন সংস্থার উদ্যোগে, তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সহযোগিতায় তমলুকের স্টীমার ঘাটে আয়োজন করা হলো " আলোয় মায়ের আগমনী"।  এদিনের অনুষ্ঠানে স্থানীয় মানুষজনের পাশাপাশি  তর্পণে আগত মানুষজনদের আনন্দ দিতেই এই প্রয়াস বলে উদ্যোগতারা জানান।ভোর থেকেই একদিনে নাচ গান অন্যদিকে রুপনারায়ন নদীতে তর্পণ। সব মিলিয়ে এদিন তমলুকের স্টীমার ঘাট মনুষজনের ভীড়ে জমজমাট হয়ে ওঠে। খুশি আগত মানুষজন থেকে অংশগ্রহণকারীরা।

No comments