"আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপের উদ্বোধন মহাষষ্ঠীর পুণ্যলগ্নে, মন্ডপ ও মায়ের মূর্তি উন্মোচিত হলো, শারদোৎসবের সূচনায় মেতে উঠলেন আবাসিক "আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপ। এলাকার সকল সদস্য, স…
"আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপের উদ্বোধন
মহাষষ্ঠীর পুণ্যলগ্নে, মন্ডপ ও মায়ের মূর্তি উন্মোচিত হলো, শারদোৎসবের সূচনায় মেতে উঠলেন আবাসিক "আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপ। এলাকার সকল সদস্য, সদস্যারা উৎসবে আনন্দ মুখরিত হলেন।
প্রতিবারের ন্যায় এই বছরও, শিশুদের স্কুল ব্যাগ ও বস্ত্র বিতরণ করা হয়।
No comments