জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিচারে জেলার সেরা পুজো, সেরা পুজো মণ্ডপ, সেরা প্রতিমাও সেরা সমাজ সচেতনতার নাম ঘোষণা
মহাষষ্ঠীর পূর্ণ তিথি তে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিচারে জেলার সেরা পুজো, সেরা পুজো মণ্ডপ, সেরা …
জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিচারে জেলার সেরা পুজো, সেরা পুজো মণ্ডপ, সেরা প্রতিমাও সেরা সমাজ সচেতনতার নাম ঘোষণা
মহাষষ্ঠীর পূর্ণ তিথি তে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিচারে জেলার সেরা পুজো, সেরা পুজো মণ্ডপ, সেরা প্রতিমাও সেরা সমাজ সচেতনতার নাম ঘোষণা করলেন জেলা শাসকের কনফারেন্স হলে জেলাশাসক তানবীর আফজল।
পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজো--
১। কেশাপাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি
২। কন্টাই প্রত্যয়ী গ্রুপ
৩। কন্টাই ইউথ গিল্ড।
সেরা পূজা মন্ডপ---
১। মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা (মাইকো), মহিষাদল তেরপেখ্যামোড় ।
২। ক্লাব চৌরঙ্গী, কাঁথি।
৩। নন্দকুমার স্পোর্টস এন্ড কালচারাল সেন্টার
সেরা প্রতিমা-----
১। চৈতন্যপুর নিউ স্টার
২। শালিকা দামোদরপুর শক্তি সংঘ
৩। এগরা হাসপাতাল মোড় সমন্বয় সংঘ
সেরা সমাজ সচেতনতা---
১। অফিসার্স রিক্রিয়েশন ক্লাব , কে.টি.পি.এস
২। পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তমলুক
৩। বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, হলদিয়া ।
এদিন উপস্থিত প্রতিটি পূজা কমিটির কর্মকর্তাদের হাতে একটি ট্রফি, মিষ্টির হাঁড়ি ও পুরস্কৃত অর্থ তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানবীর আফজল। জেলাশাসক ছাড়া এদিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুক মহকুমার মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলার DI & CO মহুয়া মল্লিক ও হলদিয়া মহকুমার তথ্যও সংস্কৃতি আধিকারিক ঋতুপর্ণা হালদার প্রমূখ।
উপস্থিত জেলার প্রতিটি পুজো মন্ডপের কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলাশাসক জানান, পুজো মন্ডপের সামনে ডেঙ্গু সচেতনতা বাড়াতে একটি করে ফ্লেক্স টাঙ্গানোর এবং মন্ডপের সম্মুখের দুদিকে দুটি ডাস্টবিন রাখার নির্দেশও দেন।
No comments