রামনগরের দক্ষিণ মান্দারে রাতে ভেঙে পড়লো বাড়ি, পরিদর্শনে গ্রাম প্রধানরামনগরের দক্ষিণ মান্দারে রাতে ভেঙে পড়লো বাড়ি, পরিদর্শনে গ্রাম প্রধান। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই অঞ্চলের দক্ষিণ মান্দারের গৌড় গোপাল মাইতির…
রামনগরের দক্ষিণ মান্দারে রাতে ভেঙে পড়লো বাড়ি, পরিদর্শনে গ্রাম প্রধান
রামনগরের দক্ষিণ মান্দারে রাতে ভেঙে পড়লো বাড়ি, পরিদর্শনে গ্রাম প্রধান। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই অঞ্চলের
দক্ষিণ মান্দারের গৌড় গোপাল মাইতির বাড়ি গত রাতে ভেঙে পড়ে। একই বাড়িতে চারটি পরিবার থাকতো। এত বড় বাড়ি ভেঙে পড়ায় গৃহহীন হয়ে পড়েছে চারটি পরিবার।
বৃষ্টির ফলে কাঁচা মাটির দেওয়াল ভেঙ্গে পড়েছে সেই বাড়ির পরিদর্শনে পালধুই অঞ্চল প্রধান সাম্পি বেজ, বাড়ির মালিক গৌড় গোপাল মাইতি, বাড়ি পঞ্চাত এলাকার দক্ষিণ মান্দারে। সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটায় কেউ তেমন আহত হন নি। যদিও বাড়ির অনেক জিনিসপত্র দেওয়াল চাপা পড়ে থেকে গেছে এমনটাই জানাচ্ছেন বাড়ির সদস্যরা। অঞ্চলের তরফ থেকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের পুরনো বাড়ি ও প্রবল বৃষ্টিপাতে দরুণ এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। রাতে অঞ্চলে তরফ থেকে পরিবার বর্গের খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও তাদের সব রকম সুবিধা দানের আশ্বাস দেন প্রধান সহ গ্রাম সদস্যরা।
No comments