Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একাদশী বার্তা- ইন্দিরা একাদশী ব্রত ২০২৩,

একাদশী বার্তা-ইন্দিরা একাদশী ব্রত ২০২৩,১০ অক্টোবর ,আগামীকাল মঙ্গলবার ইন্দিরা একাদশীপারন: ১১ অক্টোবর পরের দিন ভোর ০৫:৪৭ হতে ০৯:৪১ মি: পর্যন্ত ( ভারতবর্ষ )ভোর ০৫:৫৩ হতে ০৯:৪৭ মি: পর্যন্ত ( বাংলাদেশ )একাদশী ব্রত পালন হলো ইহকালের এবং…

 




একাদশী বার্তা-ইন্দিরা একাদশী ব্রত ২০২৩,

১০ অক্টোবর ,আগামীকাল মঙ্গলবার ইন্দিরা একাদশী

পারন: ১১ অক্টোবর পরের দিন 

ভোর ০৫:৪৭ হতে ০৯:৪১ মি: পর্যন্ত ( ভারতবর্ষ )

ভোর ০৫:৫৩ হতে ০৯:৪৭ মি: পর্যন্ত ( বাংলাদেশ )

একাদশী ব্রত পালন হলো ইহকালের এবং পরকালের সমস্ত অপরাধ এবং বিপদ থেকে মুক্ত থাকার একটি উত্তম পন্থা।

নিজে একাদশী পালন করুন এবং আপনার আত্মীয়স্বজনদের একাদশী পালনে উৎসাহিত করুন।

হিন্দু ধর্মে একদাশী তিথির বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। সারা বছরে মোট ২৪টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশী তিথিরই নিজস্ব মাহাত্ম্য রয়েছে। এক একটি মনস্কামনা পূরণের জন্য এক একটি একাদশী পালিত হয়। পিতৃপক্ষে যে একাদশী পালিত হয় তা হল ইন্দিরা একাদশী। পিতৃপক্ষে এই একাদশী পালন করলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয়। আবার এদিন পূজার্চনা করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন এবং তাঁদের আত্মা শান্তি পায়। শাস্ত্র মতে পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রত্যেককে এই একাদশী পালন করা উচিত। কবে এই একাদশী পালিত হবে এবং এর শুভক্ষণ সম্পর্কে এখানে জেনে নিন।

ইন্দিরা একাদশীর মাহাত্ম্য

ইন্দিরা একাদশী ব্রত পালন করলে বিষ্ণু প্রসন্ন হন। পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ পান ব্যক্তি। শাস্ত্র মতে আপনাদের কোনও পূর্বপুরুষ যদি কোনও কারণবশত মুক্তি না-পেয়ে থাকেন, তা হলে ইন্দিরা একাদশীর ব্রত করে তার দ্বারা প্রাপ্ত পুণ্যফল পূর্বপুরুষদের দান করলে তাঁরা মোক্ষ লাভ করতে পারবেন। পাশাপাশি এই ব্রত পালন করলে ব্যক্তিকে নরকযাত্রা করতে হয় না এবং পিতৃদোষের প্রকোপ থেকেও মুক্তি পাওয়া যায়।

ইন্দিরা একাদশীর দিনে কী করা উচিত?

এই একাদশী তিথিতে পূর্বপুরুষদের মুক্তি কামনা করে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করে গীতা পাঠ বা শ্রবণ করুন।

সম্পূর্ণ গীতা পাঠ সম্ভব না-হলে অন্তত সপ্তম অধ্যায় অবশ্যই পাঠ করবেন বা শুনবেন।

ঈশ্বরের কাছে পূর্বপুরুষদের মুক্তি কামনা করুন।

সন্ধ্যাবেলা তুলসীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তার পর পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করুন।

No comments