অখিলভারত বিবেকানন্দ যুব মহামশুলের আদশে একদিবসীর যুব শিক্ষণ শিবির
চৈতন্যপুর বিবেকানন্দ যুব মহামণ্ডলএর পরিচালনায় ও অখিলভারত বিবেকানন্দ যুব মহামশুলের আদশে একদিবসীর যুব শিক্ষণ শিবিরের আয়োজন করেছে রামপুর বিবেকানন্দ মহাবিদ্যালনের পেক্…
অখিলভারত বিবেকানন্দ যুব মহামশুলের আদশে একদিবসীর যুব শিক্ষণ শিবির
চৈতন্যপুর বিবেকানন্দ যুব মহামণ্ডলএর পরিচালনায় ও অখিলভারত বিবেকানন্দ যুব মহামশুলের আদশে একদিবসীর যুব শিক্ষণ শিবিরের আয়োজন করেছে রামপুর বিবেকানন্দ মহাবিদ্যালনের পেক্ষাগৃহে আশে-পাশের হাইস্কুল ও কলেজ থেকে শতাধিক ছাত্র-যুবক এই শিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে।
চৈতন্যপুর বিবেকানন্দ মহামণ্ডলের -এর সদস্য শ্রী নন্দন মাইতির স্থাগত ভাষণের পর মহা মণ্ডলের পূর্ব-পশ্চিমমেদিনীপুর ঝাড়গ্রাম জেলা মনিটরিং কমিটির-সদস শ্রী মুক্তিপ্রসাদ মুদি অখিল ভারত বিকেকানন্দ যুবমহামণ্ডলের আদর্শ- উদ্দেশ্য ও কর্ম ধারা বিষয়ক আলোচনা করেন,
ছাত্র-যুবর-কিভাবে নিজেদের মনের নিয়ন্ত্রণ করবে সেবিষয়ে আলোচনা করেন। ঐ কমিটির সহ-সভাপতি এীনিতাই মাইতি, এবং তিনিই স্বামী বিবেকানন্দের জীবনী ও বানী বিষয়ক আলোচনা করেন। রামপুর বিবেকানদ মহাবিদ্যালয়ের অধক্ষ-
ডঃ মানবেন্দ্র সাহু ছাত্র যুবকদের উদ্ধেশ্যে তাঁর চিন্তা ভাবনা ও শুভেছা বাতা দেন।
No comments