Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিতীর্ষু র পত্রিকার উদ্যোগে সাহিত্য সভা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/_gBCc7i22gQ

 পত্রিকার উদ্যোগে সাহিত্য সভা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল এরিয়া খালি শিব মন্দির প্রাঙ্গণে শারদীয়া পত্রিকার উদ্বোধনহয়। পত্রিকার লেখক লেখিকা কবি সাহিত্যিক…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/_gBCc7i22gQ



 পত্রিকার উদ্যোগে সাহিত্য সভা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল এরিয়া খালি শিব মন্দির প্রাঙ্গণে শারদীয়া পত্রিকার উদ্বোধনহয়।

 পত্রিকার লেখক লেখিকা কবি সাহিত্যিক প্রায় ৫০ জন উপস্থিতিতে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শারদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন



 আরো দুটি পত্রিকা সংকলন উদ্বোধন হয়। হুগলি নদীর তীরে শিব মন্দির প্রাঙ্গণে কবি সাহিত্যিক সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শিব মন্দির প্রাঙ্গণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিকরা গল্প নাটক কবিতা গান পরিবেশন করেন। ১৫ অক্টোবর রবি বার

  সাংস্কৃতিক ও সাহিত্য আড্ডায় প্রকাশিত হল শারদীয় সংখ্যা  ও দুটি গ্রন্থ।দেবীপক্ষের শুরুতে কুকড়াহাটি -এরিয়াখালি প্রাচীন শিবমন্দির প্রাঙ্গণ মুখরিত হল সাহিত্য চর্চা ও আড্ডায়। কুলুসোনা নদী হুগলির কূলে মনোরম প্রাকৃতিক পরিবেশে এই সাহিত্যসভা  কবি,লেখক,প্রাবন্ধিক, নাট্যকার উপস্থিত ছিলেন।কবিতা পাঠ,আবৃত্তি, গল্পপাঠ,গান,আলোচনা হয়।

লিটিল ম্যাগাজিন বলেন কবি - সম্পাদক স্বরূপ মণ্ডল, সাহিত্য নিয়ে বলেন,কবি,সাংবাদিক বরুণ চক্রবর্তী, কবি মধুসূদন ঘাটী,ভাস্কর রায়,সুকুমার মিস্ত্রি প্রমুখ।গল্পকার অনুপম জানার ' ঝোড়ো হাওয়ার পাখি",কবি গনেশ হুতাইতের ' জেগে আছে ভোর ' গ্রন্থ দুটি প্রকাশিত হয়। মনোজ্ঞ এই সাংস্কৃতিক আড্ডায় উপস্থিত ছিলেন কবি সন্দীপ সাহু, শুভঙ্কর দাস,প্রাবন্ধিক লক্ষ্মীকান্ত সামন্ত, পুষ্প সাঁতরা,সাংবাদিক দুর্গাপদ মিশ্র, বিজন চন্দ,সুন্দর মাইতি,শিশু গল্পকার সম্পদ ভট্টাচার্য,।

 সংগীত পরিবেশন করেন দীপক ঘোড়ই,সোনা ভট্টাচার্য, নমিতা শীল,শুভাশিস চক্রবর্তী, প্রীতম দাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন  ভূতনাথ পানিগ্রাহী,তিতীর্ষু'র প্রকাশক শ্রীতমা দাস।তপনকুমার দাসের অনবদ্য সঞ্চালনায় অনুষ্টান  পূর্নতা পায়।প্রকৃতির এই খোলামেলা মুক্ত পরিবেশে কবি,লেখক,সাহিত্যিক শিল্পীবৃন্দগন অনাবিল আনন্দে মেতে ওঠেন।পরিবেশকে ভাল রাখা এবং নিজেরা ভাল থাকব,দূষণ মুক্ত পরিবেশ গড়ার বার্তা দিলেন তিতীর্ষু'র সম্পাদক চন্দন দাস। তাঁর আয়োজনে সর্বাঙ্গীন সাফল্য পায় সাহিত্যসভা।


No comments