স্বেচ্ছাসেবী মৈত্রী ৪০ জনের হাতে নতুন পোশাক তুলে দিলেন
পুজো আর কয়েকদিন পরেই নতুন পোশাক দুঃস্থ মানুষ সহ অনাথ শিশুদের তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মৈত্রী। মৈত্রী সংগঠনের উদ্যোগে আজ ১৫ ই অক্টোবর দেউল পোতা সেবা সমিতি প্রায় ৪০ জন অ…
স্বেচ্ছাসেবী মৈত্রী ৪০ জনের হাতে নতুন পোশাক তুলে দিলেন
পুজো আর কয়েকদিন পরেই নতুন পোশাক দুঃস্থ মানুষ সহ অনাথ শিশুদের তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মৈত্রী। মৈত্রী সংগঠনের উদ্যোগে আজ ১৫ ই অক্টোবর দেউল পোতা সেবা সমিতি প্রায় ৪০ জন অনাথ শিশু সহ কিছু বিদ্যাদের পুজোর প্রাক্কালে বস্ত্র তুলে দিলেন ছিলেন সাংগঠনের অন্যতম সদস্য তুষার ভৌমিক শ্রাবণী মিত্র আরো দুজন মিলে এই মৈত্রী সংগঠন তৈরি করেছেন ঢেকুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন শ্রাবন্তী মীনাক্ষী নকুল ও সুকুমার ঢেকু হাই স্কুলের প্রধান শিক্ষক মহিন্দ্রনাথ গায়েন বলেন অসহায় দুঃস্থ মানুষদের পাশে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এলে তাহলে এরা অনাথ বা দুস্থ বলে এদের মনের দাগ কাটবে না। মৈত্রী স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দিনে আরো এগিয়ে যাবে।
No comments