Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সপ্তম বর্ষে শ্রীধরপুর স্টার একাডেমির দুর্গোৎসব

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/_fl2-D22wr4
সপ্তম বর্ষে শ্রীধরপুর স্টার একাডেমির দুর্গোৎসবষষ্ঠী থেকে শুরু হয়েছে শ্রীধরপুর গ্রামে দুর্গোৎসব আজ মহা অষ্টমী সকালে মায়ের কাছে অঞ্জলি দিলেন। আজ সন্ধ্যা থেকে দশমিক পর্যন্ত চলে বিভ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/_fl2-D22wr4

সপ্তম বর্ষে শ্রীধরপুর স্টার একাডেমির দুর্গোৎসব

ষষ্ঠী থেকে শুরু হয়েছে শ্রীধরপুর গ্রামে দুর্গোৎসব আজ মহা অষ্টমী সকালে মায়ের কাছে অঞ্জলি দিলেন। আজ সন্ধ্যা থেকে দশমিক পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের মায়েরা জানালেন ষষ্ঠীতে ছয় রকমের সবজি ছয় রকমের ভাজা দিয়ে অন্য ভোগ মাকে নিবেদন করা হয়। ঠিক তেমনি ভাবে সপ্তমী এবং অষ্টমী নবমী দশমী পর্যন্ত চলে মায়ের ভোগ নিবেদনের কাজ।

দশমীতে মায়ের জন্য থাকে দশ রকমের ভাজা সবজি এবং পান্তা ভাত নিবেদন করা হয়। দেওয়া হয় কাঁকড়া পোড়া চিংড়া পোড়া এবং ইলিশ মাছ ভাজা।  মাকে কন কাজলের মধ্য দিয়ে ভাসান দেওয়া হয়।  গ্রামের সকল নেই মেতে ওঠেন সিঁদুর খেলায় এই কয়েকটি দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অংকন প্রতিযোগিতা ক্রীড়া অনুষ্ঠানে এলাকার আবাল বৃদ্ধ বণিতা আট থেকে আশি সকলেই অংশগ্রহণ করেন। জানালেন সপ্তম বর্ষে শ্রীধরপুর স্টার একাডেমির দুর্গোৎসব কমিটির সম্পাদক - প্রশান্ত মানিক সভাপতি - নিতাই সাউ অন্যতম সদস্য - সঞ্জয় মানিক, রীনা মানিক, আল্পনা মানিক প্রমূখ। 

প্রশান্ত মানিক বলেন সরকারি নিয়ম অনুযায়ী আমরা পুজো করে আসছি সকলে রাজ্য সরকারের দেওয়া টাকা  পেয়েছেন কিন্তু আমাদের ক্লাবে বা পুজো কমিটি কোন টাকা পায়নি। কিন্তু মানবিকতার ক্ষেত্রে আমরা সরকারের কন্যাশ্রী থেকে রূপশ্রী এবং ডেঙ্গু বিষয়ক সচেতনতা প্রচার আমরা করছি।

No comments