Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! নন্দীগ্রামে ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মন্ডলের খুনের ঘটনায় আট জন বেকসুর খালাস

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/6louZElToTMনন্দীগ্রামে ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মন্ডলের খুনের ঘটনায় আট জন বেকসুর খালাস
নন্দীগ্রাম আন্দোলনের প্রথম সারির নেতা তথা সোনাচূড়ার পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মণ্ডল খুন হয়েছিলেন ২…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/6louZElToTM

নন্দীগ্রামে ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মন্ডলের খুনের ঘটনায় আট জন বেকসুর খালাস


নন্দীগ্রাম আন্দোলনের প্রথম সারির নেতা তথা সোনাচূড়ার পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মণ্ডল খুন হয়েছিলেন ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। 

স্থানীয় সূত্রে খবর, ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিশিকান্তের মোবাইলে কয়েকটি ফোন এসেছিল। সেই ফোন পেয়েই তড়িঘড়ি মোটরবাইকে চেপে বাড়ি থেকে একাই বেরিয়ে আসেন নিশিকান্ত। সোনাচূড়া যাওয়ার মূল সড়কে ওঠার মুখে খুব কাছ থেকে নিশিকান্তকে লক্ষ্য করে গুলি করা হয়। বুকে চারটি বুলেটবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে। নন্দীগ্রামে হাসপাতালে নিয়ে আসার পর নিশিকান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুনের ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ ৮ জনের নামে চারসিট জমা দিয়েছিল। উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় আজ হলদি আদালতে শুনানিতে বেকসুর খালাস রায় দেয় মহামান্য আদালত। জানালেন হলদিয়া আদালতের আইনজীবী বিমল মাঝি। বাসুদেব মন্ডল, রিনা প্রধান, ভীমপাত্র, তেলেগু দীপক ,মধুসূদন মন্ডল ,শুভ দাস, কেবল দাস, দেবলীনা চক্রবর্তী (পাপাই)

No comments