গণ সংগ্রামীদের শারদ শুভেচ্ছায় "সমস্বর"(হলদিয়ার ছাত্র-ছাত্রী প্রাক্তনী)
গণআন্দোলনের সর্বক্ষণের কর্মীদের ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার সম্মান জানাতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা সম্মিলিত সামাজিক…
গণ সংগ্রামীদের শারদ শুভেচ্ছায় "সমস্বর"(হলদিয়ার ছাত্র-ছাত্রী প্রাক্তনী)
গণআন্দোলনের সর্বক্ষণের কর্মীদের ত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার সম্মান জানাতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা সম্মিলিত সামাজিক কল্যাণমূলক সংগঠন "সমস্বর", শারদ সম্মান জানাতে পৌঁছে যান তাঁদের বাড়িতে। যাঁরা সামাজিক ও অর্থনীতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের সাথে সাথে গণআন্দোলনের জন্য নিস্বার্থ ভাবে কাজ করে চলেছেন, শারদ উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে তাঁদের পরিবারের হাতে তুলে দেন নতুন পোশাক ও মিষ্টি। আজ গণ আন্দোলনের স্বার্থে বদ্ধপরিকর কর্মীবৃন্দ্য সমস্বরের সদস্যদের কাছে পেয়ে ভীষণ আবেগে ও আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তাঁদের দৈনন্দিন লড়াই ও সংগ্রামের কথা জানতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা অনেকে জানান যে, পরিস্থিতি যাই হোক না কেন, আজীবন গণ আন্দোলন কে বাঁচিয়ে রাখবেন।
No comments