Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মা কালীকে ঘিরে অনেক রকম মিথ আছে, যা শাস্ত্রীয় নয়, বরং লৌকিক

মা কালীকে ঘিরে অনেক রকম মিথ আছে, যা শাস্ত্রীয় নয়, বরং লৌকিক
লৌকিকতার দিক থেকে বিচার করলে মা কালীকে ঘিরে অনেক রকম মিথ আছে, যা শাস্ত্রীয় নয়, বরং লৌকিক। আর এই লৌকিক মিথগুলো অঞ্চল বিশেষে বরাবরই আলাদা হয়। উত্তরবঙ্গের বেশকিছু অঞ্চলের মি…

 


মা কালীকে ঘিরে অনেক রকম মিথ আছে, যা শাস্ত্রীয় নয়, বরং লৌকিক


লৌকিকতার দিক থেকে বিচার করলে মা কালীকে ঘিরে অনেক রকম মিথ আছে, যা শাস্ত্রীয় নয়, বরং লৌকিক। আর এই লৌকিক মিথগুলো অঞ্চল বিশেষে বরাবরই আলাদা হয়। 

উত্তরবঙ্গের বেশকিছু অঞ্চলের মিথ অনুযায়ী, মা কালী আর ধর্মরাজের সন্তানের নাম হলো মাসান। 

আবার অনেকে মনে করে মা কালীর ঘাম থেকেই মাসান ঠাকুরের জন্ম। বলা হয়, 

"নাচিতে নাচিতে কালী আইয়র

চুইয়া পড়ে ঘাম

তাতে সৃষ্টি হইলো

এ জলা মাসান।"

এরকম বহু প্রচলিত মিথ আছে মা কালীর ও তার সন্তান মাসান ঠাকুরকে নিয়ে। 

মাসান দেবতা সর্বক্ষেত্রেই বিকট দর্শন। তবে এক এক জায়গায় তাঁর রূপ এক এক ভাবে প্রতিফলিত।

কোথাও বুকেই চোখ, মুখ, প্রলম্বিত জিহ্বা। কোথাও ইয়া ভুঁড়ি, ক্রুড় দৃষ্টি। কোথাও মৎস পৃষ্ঠে আসীন। কোথাও শূকর পৃষ্ঠে। তাঁর পুজোয় ভক্তির চেয়ে ভয় ও তুষ্টির দিকে লক্ষ থাকে বেশি। মোট আঠেরো প্রকার মাসান পুজো পান এই বঙ্গে।

মাসান আক্রান্ত ব্যক্তি উনুনের মাটি, কাঠকয়লা, দেওয়ালের কাঁকড় আঁচড়ে খান। প্রস্রাবে নিয়ন্ত্রণ থাকে না। ঘুম এলেই বিকট মাছ ধরার স্বপ্ন দেখেন, এই ভাবেই রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। মাসানের কোপ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আক্রান্তের বাড়ির লোক শনি বা মঙ্গলবারে কিম্বা অমাবস্যায় বাবার থান বা মন্দিরে গিয়ে বড় করে বাবাকে পুজো দান করে।

কয়েকটি উল্লেখযোগ্য মাসান হলো: জলুয়া, গড়কাটা, টসা, ঘুগরা, চ্যাপিলা, খ্যাতাওড়া, পোড়া, ভ্যাড়া, গদাধর, কানার, কুচিয়ামারি, শূর, সুন্দরমালা, নিষ্কিন্দা, পোষা, যখা মাসান, মহাদেব মাসান, কালী মাসান, মুড়িয়া, শ্মশান মাসান, সিংহ মাসান, ঘোড়া মাসান, হাতি মাসান, কচ্ছপ মাসান।

No comments