মায়ের আগমনী বার্তা আসার আগেই শোকের ছায়া হলদিয়াত শিল্প শহর হলদিয়া হলদিয়া থেকে হাওড়া গামী ট্রেন যাওয়ার সময় দুর্গাচক থানার অন্তর্গত পতঞ্জলি রুচি শোয়া গেটের সামনে রেল লাইনের উপর এক ব্যক্তি রেলে কাটা হয়ে মৃত্যু হয়। বিশেষ স…
মায়ের আগমনী বার্তা আসার আগেই শোকের ছায়া হলদিয়াত শিল্প শহর হলদিয়া হলদিয়া থেকে হাওড়া গামী ট্রেন যাওয়ার সময় দুর্গাচক থানার অন্তর্গত পতঞ্জলি রুচি শোয়া গেটের সামনে রেল লাইনের উপর এক ব্যক্তি রেলে কাটা হয়ে মৃত্যু হয়। বিশেষ সূত্রের খবর মৃত ব্যক্তির নাম প্রতীক প্রামাণিক ৪৮ বাবার নাম সুধীর প্রামাণিক, গ্রাম- মাধবপুর পোস্ট- দোরোজয়নগর থানা দুর্গাচক। জানাযায় মৃত রেল লাইনের উপর শুয়ে থাকার কারণেই হলদিয়া থেকে হাওড়া গামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করেছেন জিআরপিএফ।
No comments