১৪ বছর পরে নিশিকান্ত মণ্ডল খুনের বেকসুর ৮
পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে প্রায় ১৪ বছর মামলা চলার পরে জমি আন্দোলন পর্বে নন্দীগ্রামের তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডল হত্যা মামলায় ৮ অভিযুক্তকে বেকসুর ঘোষণা করল আদালত। এই মামলায় অভিযুক্ত…
১৪ বছর পরে নিশিকান্ত মণ্ডল খুনের বেকসুর ৮
পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে প্রায় ১৪ বছর মামলা চলার পরে জমি আন্দোলন পর্বে নন্দীগ্রামের তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডল হত্যা মামলায় ৮ অভিযুক্তকে বেকসুর ঘোষণা করল আদালত। এই মামলায় অভিযুক্ত মাওবাদী নেতা তেলুগু দীপক, মধুসূদন মণ্ডল-সহ ওই ৮জনকে শনিবার হলদিয়া আদালতের অতিরিক্ত জেলা সেশন জজ অঞ্জনকুমার সরকার বেকসুর ঘোষণা করেন। মামলার
খুব একটা ভাল সাক্ষ্য দেননি।”
নন্দীগ্রামের জমিরক্ষা আন্দোলনে প্রথম সারিতেই ছিলেন নিশিকান্ত মণ্ডল। নির্বাচনে জিতে সোনাচূড়া পঞ্চায়েতের প্রথম তৃণমূল প্রধান হন তিনি। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর সোনাচূড়া বাজার থেকে বাইক চালিয়ে গাংড়া গ্রামের বাড়িতে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে।
ঘটনার তদন্তে মাওবাদী যোগের তথ্য আসে পুলিশের হাতে। ২০১০ সালে তেলুগু দীপক, মধুসূদন মণ্ডল -
দীর্ঘদিন জেল খাটার পর জামিনে ছাড়া পান তাঁরা। তারপর এতদিন বিচারাধীন ছিল এই মামলা। এ দিন বেকসুর হওয়ার পরে মাওবাদী নেতা মধুসূদন মণ্ডল বলেন, “সেই সময় বামফ্রন্ট আমলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। পুলিশকে দিয়ে জোর করে অপরাধ স্বীকার করানোর চেষ্টা হয়েছিল। আমরা তা করিনি। আমরা যে অপরাধী ছিলাম না আদালতের এই রায়ে তা প্রমাণিত হল।”
No comments