বস্তি হল ‘উত্তরণ’
» বস্তি শব্দে আপত্তি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এখন থেকে এই রকম এলাকার নাম হবে ‘উত্তরণ”। ভার্চুয়াল ব্যবস্থায় পুজোর উদ্বোধনে মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি অঞ্চলের পুজো মণ্ডপ উদ্বোধনের সময়ে এলাক…
বস্তি হল ‘উত্তরণ’
» বস্তি শব্দে আপত্তি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এখন থেকে এই রকম এলাকার নাম হবে ‘উত্তরণ”। ভার্চুয়াল ব্যবস্থায় পুজোর উদ্বোধনে মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি অঞ্চলের পুজো মণ্ডপ উদ্বোধনের সময়ে এলাকাটি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানান পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তখন তিনি এলাকাটি বস্তি বলে উল্লেখ করেন। তখনই মমতা বলেন, “বস্তি বলবে না! এগুলি মাটির কুটির, মায়ের আঁচল। এই এলাকাগুলিকে উত্তরণ বলা হোক।” ফিরহাদও সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, এই বদল করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে কলকাতা পুরসভা।
No comments