ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/PKVdl24cxd8 শোলাট সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনশরনাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে, সর্বসাতি হরেদেবি নারায়নী নমস্তুতি ! চতুর্থ বর্ষে শোলাট গ্রামে দুর্গোৎসব শীতলা মন্দির প্রাঙ্গণে মন্ডপের উদ্বো…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/PKVdl24cxd8
শোলাট সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন
শরনাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে, সর্বসাতি হরেদেবি নারায়নী নমস্তুতি ! চতুর্থ বর্ষে শোলাট গ্রামে দুর্গোৎসব শীতলা মন্দির প্রাঙ্গণে মন্ডপের উদ্বোধন হলো। পুজোকে কেন্দ্র করে সারা গ্রাম জুড়ে এখন সাজো সাজো। মহাষষ্ঠী পূর্ণ তিথি থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আমন্ত্রণ মূলক সংগীত অনুষ্ঠান। সকালে পুরুষ এবং মহিলা বিভাগে ম্যারাথন দৌড় সন্ধ্যাকালীন অনুষ্ঠানে মহিষমর্দিনী দুর্গা গ্রামের ছেলে-মেয়েদের নিয়ে অনুষ্ঠান ঢাকের তালে কোমর দুলিয়ে মঞ্চদাপিয়ে বেড়ালেন গ্রামের মায়েরা ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার হাসপাতাল ডাক্তার অসিত কুমার ভূঁইয়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিলন মন্ডল হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত দাস গেঁওয়াডাব হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মহিতোষ দোলাই, চকদ্বীপা হাই স্কুলের সহ-শিক্ষক বৃহস্পতি প্রধান এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি বিশ্বনাথ সিনহা।
সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জানালেন উৎসব কমিটির সহ-সভাপতি কানাই সিনহা। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি সকলকে নিয়ে দুর্গাপূজাতে মেতে ওঠার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যারাথন দৌড় এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জানালেন পূজো কমিটির সম্পাদক বীরেন কর।
No comments