Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার এর গর্ব নাপিতের ছেলে WBCS

নন্দকুমার এর গর্ব নাপিতের ছেলে WBCS
গ্রামের ছোট্ট একটি নার্সারি স্কুলে পড়া ছাত্র। আজ ডব্লুবিসিএস। কল্যাণপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে হলদিয়া গভর্মেন্ট কলেজে সায়েন্স নিয়ে ফাস্ট ক্লাস পান তারপরেই অক্লান্ত প…

 





নন্দকুমার এর গর্ব নাপিতের ছেলে WBCS


গ্রামের ছোট্ট একটি নার্সারি স্কুলে পড়া ছাত্র। আজ ডব্লুবিসিএস। কল্যাণপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে হলদিয়া গভর্মেন্ট কলেজে সায়েন্স নিয়ে ফাস্ট ক্লাস পান তারপরেই অক্লান্ত পরিশ্রম করে পিএসসি তে পাস করে হাওড়া জেলা শাসক দপ্তরের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মরত। নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোদলপুর গ্রামের বাসিন্দা বিকাশ মান্না দুবার WBCSএ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু তৃতীয়বার উত্তীর্ণ হয়ে বেজায় খুশি তার পরিবার ও পাড়ার লোকজন। র‍্যাঙ্ক ১৪, wbcs (2021 A), এসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ফিনান্স।

প্রতিবেশীরা বলেন আমার গ্রামের ও পাড়ার গর্ব বিকাশ মান্না।

বাবা ভোলানাথ মান্না। নন্দকুমার বাজারে একটি ছোট্ট সেলুন দোকান তা থেকে কোনরকম সংসার চলে সেই টাকাতেই নিজেরা না খেয়ে দেয়ে ছেলের পড়ার টাকা যুগিয়েছেন। পড়াশোনার ফাঁকে টিউশন করে পড়া টাকা ও বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার টাকা রোজগার করেছেন। ছেলে ছোট থেকেই মেধাবী ছিল তাই বাবা মা কোন কিছু কর্ণপাত না করে ছেলের পড়ার জন্যই সবার চেষ্টা করেছেন । 

মা  নমিতা মান্না বলেন পড়াশোনা ছেলের স্বপ্ন ছিল তাই সব সময় পড়াশোনা নিয়েই থাকতো আমরা কোনদিন তাকে বাধা দিইনি। আমরা আজ আনন্দিত ও খুশি।

No comments