Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির সোস্যাল মিডিয়া বৈঠক

বিজেপির সোস্যাল মিডিয়া বৈঠক ভারতীয় জনতা পার্টীর তমলুক জেলা সাংগঠনিক এর পক্ষ থেকে সোস্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে এক বৈঠক করা হয়,সোস্যাল মিডিয়ায় যেমন ফেসবুক,টুইটর,ইনস্টাগ্রামে দলের প্রচার আরও বেশি করে মানুষের মধ্যে দ্রুত কিভাবে পৌঁ…

 




বিজেপির সোস্যাল মিডিয়া বৈঠক

 ভারতীয় জনতা পার্টীর তমলুক জেলা সাংগঠনিক এর পক্ষ থেকে সোস্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে এক বৈঠক করা হয়,

সোস্যাল মিডিয়ায় যেমন ফেসবুক,টুইটর,ইনস্টাগ্রামে দলের প্রচার আরও বেশি করে মানুষের মধ্যে দ্রুত কিভাবে পৌঁছে দিতে হবে তা নিয়ে পর্যালোচনা করা হয়,এবং লোকসভা, বিধানসভা ও মন্ডল ভিত্তিক বিভিন্ন পদ বন্টন করা হয়,লোকসভার সোস্যাল মিডিয়ার কনভেনার করা হয় মহিষাদল মন্ডল ৫-এর চকদ্বীপা অঞ্চলের ডালিম্ব চক গ্রামের সুকুমার সামন্তকে,মহিষাদল বিধান সবার কনভেনারের দ্বায়িত্ব দেওয়া হয় চন্দন গুছাইতকে,সমীরন খুটিয়াকে দেওয়া হয় মন্ডল ৪ এর কনভেনার

 উপস্থিত ছিলেন জেলার সোস্যাল মিডিয়ার জেলা আহ্বায়ক  মৃনাল সামন্ত ,ও দলের সোস্যাল মিডিয়ায় বহু উৎসাহী কর্মীরা

No comments