ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/lNs0jIvehIw
হলদিয়ায় পা রাখবেন সংগীত শিল্পী ইমান চক্রবর্তী
হলদিয়া শহরে অম্বুজা নিউটিয়া শপিংমল নবম বর্ষের পদার্পণ করল। শপিংমলের বাৎসরিক জন্মদিন উপলক্ষে শিল্প শহরে অর্থাৎ ২৪ শে সেপ্টেম্বর রবি…
হলদিয়ায় পা রাখবেন সংগীত শিল্পী ইমান চক্রবর্তী
হলদিয়া শহরে অম্বুজা নিউটিয়া শপিংমল নবম বর্ষের পদার্পণ করল। শপিংমলের বাৎসরিক জন্মদিন উপলক্ষে শিল্প শহরে অর্থাৎ ২৪ শে সেপ্টেম্বর রবিবার গানের ডালি নিয়ে আসছেন ইমাম চক্রবর্তী এবং তাদের সহযোগী ব্যান্ড আজ একগুচ্ছ গানের ডালি নিয়ে ইমাম চক্রবর্তীর আসার জন্য শপিংমলে নিরাপত্তা জোরদার করা হয়েছে । কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে দুপুর থেকে দর্শনার্থী ও শ্রোতীয়মণ্ডলী এক পলকে দেখা ও তার গান শোনার জন্যই বহুদূরান্ত থেকে আসছেন অম্বুজা শপিংমলে।
ইমানকে - একজন ভারতীয় গায়ক এবং অভিনেত্রী । চলচ্চিত্র থেকে তার বাংলা গান 'তুমি যাকে ভালোবাসা" এর জন্য ২০১৭ সালে সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি কয়েকজন গায়কের মধ্যে একজন যারা ভারতের প্রথম চলচ্চিত্র গানের জন্য জাতীয় পুরস্কার জিতে ছিলেন ইমাম চক্রবর্তী।
শপিংমলের জন্মদিন কে সামনে রেখে রংবাহারি আলোতেই সেজে উঠেছে। আগামীকাল ২৫ সেপ্টেম্বর সোমবার শপিং মলের আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে নবম বর্ষ উদযাপন করা হবে। শপিংমলে ইনচার্জ পার্থ দেবদাস বলেন হলদিয়া শিল্প শহরে অম্মুজা নিউটিয়া শপিং মল প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে ২৫ শে সেপ্টেম্বর। তার নবম বর্ষ উদযাপন হবে। আজ ইমাম চক্রবর্তীর গানের ডালি দিয়ে। তিনি বলেন গত দু'বছর কোভিডের জন্য কোন অনুষ্ঠান করা যায়নি, দুর্গোৎসব সে ধরনেরও হয়নি। কোভিড কাটিয়ে মানুষ এখন সাধারণ জীবন যাপন করছেন। তার জন্য এই অনুষ্ঠান । এবছর দুর্গোৎসব পালন করা হবে শপিং মল এই প্রতিবছরের মতোই তবে তিনি জানিয়েছেন এবারের দুর্গোৎসবের উদ্বোধন করবেন জেলাশাসক সেই নিয়ে এখন জোর প্রস্তুতি চলছে।
No comments