৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ডিগবাজি প্রলয়েরগত শুক্রবার২২ শে সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতিকে ‘বিদায়’ জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রলয় পাল। তবে সেই পোস্টের ৪৮ ঘণ্টা ক…
৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ডিগবাজি প্রলয়ের
গত শুক্রবার২২ শে সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতিকে ‘বিদায়’ জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রলয় পাল। তবে সেই পোস্টের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ডিগবাজি প্রলয়ের। ২৪ শে সেপ্টেম্বর রবিবাসরীয় সকালে রীতিমতো সাংবাদিক বৈঠক করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি। কার উপর অভিমানে এবং কেন তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অকপটে জানালেন সেকথা।
“দলের নেতৃত্বকে নিয়ে কিছু বলব না। আমিও চাই দলের শ্রীবৃদ্ধি হোক। আমার ক্ষোভ আমার নিজের উপরেই। কর্মীদের দলে ঠিকভাবে দলে জায়গা দিতে পারছিলাম না। তাই ভেবেছিলাম রাজনীতি না করলে সমাজসেবামূলক অনেক কাজ আছে যা করা যায়।”“তখন মনে হয়েছিল। আমি অনেকের কথা ভাবতে গিয়েছিলাম। আমি কর্মীদের দলে জায়গা দিতে পারছিলাম না। তাই মনে হয়েছিল রাজনীতি থেকে সরে গেলে তাঁদের জায়গা দিতে পারব। তাই ফেসবুক পোস্ট করে রাজনীতিকে বিদায় জানিয়েছিলাম। এখন মনে হচ্ছে রাজনীতিতে থেকেই তাঁদের জন্য লড়ব। সবার সঙ্গে আলোচনা করেছি। প্রচুর অনুরোধ এসেছে। সবাই বলেছে দাদা ছেড়ে যাবেন না। তাঁদের আবেদনকে প্রাধান্য দিয়েছি। তাই আগের অবস্থান থেকে সরে এসেছি। আবেগবশত পোস্টটা করেছিলাম। পোস্ট করে মনে হয়েছিল যেন মানসিক শান্তি পেলাম। এখন কর্মীদের কথা ভেবেই আগের অবস্থান থেকে সরে এসেছি।” উল্লেখ্য, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। তার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠক করে রাজনীতিতে থাকার কথাই আজ জানালেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি নন্দীগ্রামের বাসিন্দা প্রলয় পাল।
No comments