Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় মঞ্চে খোদ বিজেপির কর্মাধ্যক্ষ

তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় মঞ্চে খোদ বিজেপির কর্মাধ্যক্ষ
তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় মঞ্চে খোদ বিজেপির কর্মাধ্যক্ষ। যা নিয়েই রাজ্যের শাসক- বিরোধী জুজুধান দুই দলের মধ্যেশুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার পূর্ব মেদিনীপুর জেলার  বালিঘ…

 


তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় মঞ্চে খোদ বিজেপির কর্মাধ্যক্ষ


তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় মঞ্চে খোদ বিজেপির কর্মাধ্যক্ষ। যা নিয়েই রাজ্যের শাসক- বিরোধী জুজুধান দুই দলের মধ্যেশুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার পূর্ব মেদিনীপুর জেলার  বালিঘাইতে এগরা ২ ব্লক শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) উদ্যোগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিজেপির প্রতীকে জেতা স্থানীয় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সূর্যেন্দু বর্মন। যা নিয়ে এলাকায় জোর কদমে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির কর্মাধ্যক্ষ সূর্যেন্দু বর্মনের দাবি, সৌজন্যের খাতিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তবে এই বিষয়ে এগরা ২ ব্লক তৃণমূলের সহ সভাপতি রাজকুমার দুয়ারী ও ব্লক আইএনটিটিইউসি'র সভাপতি সুধাকান্ত বারিক জানিয়েছেন,  আমারা সৌজন্যতার খাতিরে বিজেপির পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে সভায় আমন্ত্রণ জানিয়েছিলাম। এতও সবে শুরু। তবে আগামীদিনে খেলা হবে। সঠিক সময় হলে আপনারা অনেক কিছুই জানাতে পারবেন। 

এদিন তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেন তৃণমূলের এগরা ২ ব্লক সহ-সভাপতি। তবে এদিন বিজেপির এগরা ৩ মন্ডলের সভাপতি দেবকুমার পন্ডা জানিয়েছেন, তিনি শুধু মাত্র সৌজন্যতার কারণে ঐ অনুষ্ঠানে গিয়েছিলেন। ঐ এলাকায় শিক্ষা কর্মাধক্ষ্যের বাড়ি।

 তাই রাজনৈতিক বাচবিচার না করেই তিনি গেছেন। উল্টে আগামীদিনে তৃণমূলের অনেক নেতাই বিজেপিতে যোগদান করবে বলে তিনি আশাবাদী। প্রসঙ্গত, এগরা ২ ব্লকে পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে বারোটা আসনে জয়ী বিজেপি। আবার ১২টি পায় তৃণমূল। এগরা ২ পঞ্চায়েত সমিতিতে টসে জিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তৃণমূলের। আবার ভোটাভুটিতে সহ-সভাপতি ও সমস্ত কর্মাধ্যক্ষ বিজেপির। তবে এদিনের তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় মঞ্চে খোদ বিজেপির কর্মাধ্যক্ষ হাজির হওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহলের ধারণা। তাহলে কি আগামীদিনে দলবদলের পরিস্থিতি রয়েছে। তা শুধু সময়ের অপেক্ষা ছাড়া কিছুই নয়।

No comments