বাড়ির মাটির দেওয়াল চাপা হয়ে মৃত ১পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে মৃত একজন বেঁচে গেলেন এক নাবালিকা।সূত্রের খবর হোড়খালী অঞ্চল ফিঙ্গা গ্…
বাড়ির মাটির দেওয়াল চাপা হয়ে মৃত ১
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির ঘরের দেয়াল ভেঙে চাপা পড়ে মৃত একজন বেঁচে গেলেন এক নাবালিকা।
সূত্রের খবর হোড়খালী অঞ্চল ফিঙ্গা গ্রামের বাসিন্দা শেফালী কালসা বয়স ২৫ স্বামীর নাম প্রসেনজিৎ কালসা তার নাবালিকা কন্যাকে নিয়ে ঘুমাচ্ছিলেন হঠাৎ রাতে জল বৃষ্টির সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ঘরটি। এলাকার মানুষ ছুটে এসে ঘর থেকে বের করে মহিলাকে দুর্গাচক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনা শোকস্তব্ধ এলাকার মানুষ। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র এবং হোড় খালি অঞ্চল প্রধান আঞ্জুমান বিবি বলেন এই ধরনের ঘটনা সত্যি দুঃখজনক দুর্ভাগ্য তবে এর জন্য দায়ী কেন্দ্র সরকার। তিন বছর আবাস যোজনা ঘর দেওয়া বন্ধ রয়েছে। যদি ঘর গুলো দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না।
তবে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী, তিনি বলেন শাসক দলের নেতা- নেতৃত্ব ঘরের পর ঘর নেয়। প্রকৃত মানুষ পায় না দুর্ঘটনা সত্যি দুঃখজনক এর জন্য দায়ী রাজ্যের সরকার।
No comments