Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দু’হাজার টাকার নোট জমা ও বদলের জন্য সময় আরও ৭ দিন বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

দু’হাজার টাকার নোট জমা ও বদলের জন্য সময় আরও ৭ দিন বাড়াল রিজার্ভ ব্যাঙ্কঅর্থাৎ শনিবারই ৩০ শে সেপ্টেম্বর ছিল শেষ দিন। তবে, দু’হাজার টাকার নোট জমা ও বদলের জন্য সময় আরও ৭ দিন বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। শনিবার এক প্র…

 



দু’হাজার টাকার নোট জমা ও বদলের জন্য সময় আরও ৭ দিন বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

অর্থাৎ শনিবারই ৩০ শে সেপ্টেম্বর ছিল শেষ দিন। তবে, দু’হাজার টাকার নোট জমা ও বদলের জন্য সময় আরও ৭ দিন বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। শনিবার এক প্রেস বিবৃতিতে আরবিআই জানিয়েছে, নোট বদল ও জমার পরিসংখ্যান খতিয়ে দেখে সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরবিআই এদিন জানিয়েছে, ৭ অক্টোবরের নতুন সময়সীমার পরও দু’হাজারি নোট জমা ও বদলের কাজ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে, তখন আর সাধারণ ব্যাঙ্কের শাখায় গিয়ে তা করা যাবে না। এজন্য যেতে হবে দেশজুড়ে থাকা ১৯টি আরবিআই ইস্যু অফিসে। সেখানে একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা মূল্যের দু’হাজারের নোট বদল করা যাবে। আর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে চাইলে তার কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। এছাড়া, ভারতে বসবাসকারীরা আরবিআইয়ের এই ১৯টি ইস্যু অফিসের ঠিকানায় ইন্ডিয়া পোস্টের মাধ্যমেও দু’হাজারের নোট পাঠাতে পারবেন। সঙ্গে লাগবে বৈধ পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠানো সেই অর্থ জমা হয়ে যাবে প্রেরকের ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত আরবিআইয়ের ১৯টি ইস্যু অফিসে নোট জমার এই প্রক্রিয়া জারি থাকবে। এদিনের বিবৃতিতে আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কগুলির থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দু’হাজারের নোটের ৯৬ শতাংশ সরকারের ঘরে ফিরে এসেছে।

No comments