Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চিত্রশিল্পীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

চিত্রশিল্পীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
মকবুল ফিদা হুসেন (জন্ম : সেপ্টেম্বর ১৭, ১৯১৫ -- মৃত্যু : জুন ৯, ২০১১) ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী। তিনি এম.এফ. হুসেন নামেই বেশি পরিচিত। চল্লিশ দশকের শেষের দিকে এম.এফ. হুসেন চি…

 




চিত্রশিল্পীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি


মকবুল ফিদা হুসেন (জন্ম : সেপ্টেম্বর ১৭, ১৯১৫ -- মৃত্যু : জুন ৯, ২০১১) ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী। তিনি এম.এফ. হুসেন নামেই বেশি পরিচিত। চল্লিশ দশকের শেষের দিকে এম.এফ. হুসেন চিত্রশিল্পী হিসাবে প্রথম পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এর পরবতী কয়েক বছরে তাঁর চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। ১৯৬৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। এর পরের বছরই তিনি তাঁর প্রথম চলচ্চিত্র 'থ্রু দ্য আইজ অব আ পেইন্টার' নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদক প্রাপ্ত হয়। এছাড়া তাঁর পরিচালিত 'গজগামিনী' চলচ্চিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত মূল ভূমিকায় অভিনয় করেন।


পেশা : 

(১৯৪০-১৯৬৫) 

হুসেন প্রথম চিত্রশিল্পী হিসেবে পরিচিত হন ১৯৪০ সালে। ১৯৪৭ সালে তিনি Progressive Artists' Group এ যোগদান করেন যেটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিস নিউটন সুজা। তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী হয় জুরিখে ১৯৫২ সালে এবং পরের কয়েক বছরে তাঁর কর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করে ইউরোপ এবং আমেরিকাতে। ১৯৫৫ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদক পান। 


(১৯৬৫-১৯৯০) 

১৯৬৭ সালে Through the Eyes of a Painter নামে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন, এটি বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এবং এটি গোল্ডেন বিয়ার অর্জন করে। ১৯৭১ সালে পাবলো পিকাসো মকবুল ফিদা হুসেনকে সাও পাওলো বাইয়িনিয়্যাল-এ আমন্ত্রণ করেন। ১৯৭৩ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার এবং ১৯৮৬ সালে রাজ্য সভায় মনোনয়ন পান। তিনি ১৯৯১ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।


(১৯৯১-২০১১) 

এম. এফ. হুসেন কিছুদিনের মধ্যে ভারতে অনেক নামকরা চিত্রশিল্পী হন। 


পুরস্কার এবং সম্মান লাভ :

১৯৪৭ সালে বম্বে আর্ট সোসাইটি, মুম্বাই।

১৯৫৫ সালে পদ্মশ্রী, ভারত সরকার।

১৯৭৩ সালে পদ্মভূষণ, ভারত সরকার। 

১৯৯১ সালে পদ্মবিভূষণ, ভারত সরকার। 

২০০৭ সালে রাজা রবি বর্মা পুরস্কার, কেরালা সরকার।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, কালিকট বিশ্ববিদ্যালয় (২০০৩) এবং মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট। 

২০০৪ সালে জাতীয় শিল্প পুরস্কার, ললিত কলা একাডেমি, নয়াদিল্লি।

আদিত্য বিক্রম বিড়লা ১৯৯৭ সালে লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য 'কালশিক্কর' পুরস্কার।

১৯৬৮ সালে ভারতে থ্রু দ্য আইস অফ আ পেইন্টারের জন্য শ্রেষ্ঠ পরীক্ষামূলক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

১৯৬৭ সালে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর ফিল্ম থ্রু দ্য আইজ অফ আ পেইন্টারের জন্য গোল্ডেন বিয়ার শর্ট ফিল্ম পুরস্কার এবং নিউ ইয়র্ক সিটির মিউজিয়াম অফ মডার্ন আর্ট (MOMA) দ্বারা ক্রয় করা হয়।

১৯৫৯ সালে টোকিওতে আন্তর্জাতিক বিয়েনাল পুরস্কার। 

১৯৫৫ সালে জাতীয় শিল্প প্রদর্শনীতে প্রথম পুরস্কার, ললিত কলা একাডেমি, নয়াদিল্লি। 


No comments