Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "এগিয়ে আমরা নারী"র বিশেষ পদর্শনী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "এগিয়ে আমরা নারী"র বিশেষ পদর্শনী
 আর মাত্র কয়েকটা দিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রে…

 




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "এগিয়ে আমরা নারী"র বিশেষ পদর্শনী


 আর মাত্র কয়েকটা দিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "এগিয়ে আমরা নারীর" উদ্যোগে দুদিনের " প্রাক পুজো প্রদর্শনী"র আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত প্রদর্শনী খোলা। তমলুকের হাসপাতাল মোড়ে তমলুক পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের  তমলুক পুরসভার কমিউনিটি হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মহিলা বিক্রেতারা তাদের সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে।রবিবার সকাল থেকে ক্রেতাদের ভীড় জমে উঠেছে। পুজোর আগে প্রছন্দের শাড়ি, সালোয়ার, কসমেটিক, সাজার নানা উপকরন রয়েছে এখানে। অল্প দামে প্রছন্দের জিনিস মেলায় বেজায় খুশি ক্রেতারা। খুশি বিক্রেতারাও। কারন তাদের সম্ভবার ভোলই বিক্রি হওয়ায়। মহিলারা আজ পিছিয়ে নেই এই প্রদর্শনীর মাধ্যমে আরও  একবার প্রমাণিত হলো।।

No comments