Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একদিনের বিবেকানন্দ যুব পাঠচক্র ও আলোচনা শিবির

একদিনের বিবেকানন্দ যুব পাঠচক্র ও আলোচনা শিবিরভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/AIOQyWaEoL0
মহিষাদল বিবেকানন্দ যুব পাঠচক্র অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল এর আদর্শে গঠিত হয়েছে রঙ্গি বসান মহিষাদলে। মহিষাদল রাজ হাই স্কুল পেক্…

 


একদিনের বিবেকানন্দ যুব পাঠচক্র ও আলোচনা শিবির

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/AIOQyWaEoL0


মহিষাদল বিবেকানন্দ যুব পাঠচক্র অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল এর আদর্শে গঠিত হয়েছে রঙ্গি বসান মহিষাদলে। মহিষাদল রাজ হাই স্কুল পেক্ষা গৃহে সকাল থেকে শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের মনুষ্যত্ব গঠনকারী ও চরিত্র নির্মাণকারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রশিক্ষণ দানের ব্যবস্থা বিশেষ বিষয়গুলির মধ্যে দেশ গঠনের যথার্থ উপায় যেমন মনঃসংযোগ জীবন গঠন ,চরিত্র গঠন ,চরিত্রের বিভিন্ন সৎগুণ গুলি অর্জনের ব্যবহারিক পদ্ধতি যুগাচার্য স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী এবং আলোচ্য বিষয়গুলির উপর প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়। 

বিভিন্ন বিষয় গুলির উপর আলোচনা করেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলী সদস্য শিবিরের যোগদান করেন পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ১০ টি স্কুলের নবম শ্রেণীর ও তদোর্ধ ছাত্রযুবক ও অন্যান্যরা।

শিবির থেকে  শ্রী রামকৃষ্ণ মিশন ও অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের প্রকাশিত পুস্তক ও ছবি বিক্রয় কেন্দ্র থেকে বহু পুস্তক বিক্রয় হয়।

সকাল ন'টায় সঙ্ঘ গীতি এবং স্বদেশ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সভা শুরু হয়। স্বাগত ভাষণ রাখেন মহিষাদল বিবেকানন্দ যুব পাঠ চক্র সম্পাদক অরূপ দাস। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের আদর্শ ও উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি বিষয় নিয়ে আলোকপাত করেন সমীর মাইতি কেন্দ্রীয় প্রতিনিধি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল।। আজকের সভায় স্বামীজীর কবিতা পাঠ জীবনগোড়া স্বামীজীর বাণী পাঠ এবং চরিত্রের গুন এবং স্বামীজি সংক্রান্ত বিষয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল কেন্দ্রীয় প্রতিনিধির রঞ্জিত ঘোষ এবং সমীর মাইতি প্রমুখ।

শিবিরের উদ্যোক্তা এবং অপূর্ব দাস মহিষাদল বিবেকানন্দ যুব পাঠচক্রের প্রধান সংগঠক ও আখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের আন্তরাজ্য পরিচালন কমিটি।

 পূর্ব মেদিনীপুর জেলায় প্রায়১০ টি স্কুলে ১২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন সময়ে আমরা এই ধরনের পাঠকেন্দ্র করে থাকি। আমাদের জেলাতে অনেকগুলি পাঠ্য কেন্দ্র রয়েছে । সপ্তাহে একদিন যোগাসন মধ্য দিয়ে পঠন পাঠনের মনসংযোগ করা যায় এবং বিবেকানন্দের আদর্শকে অনুপ্রাণিত  করা হয়।

No comments