Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এ এক অন্য শিক্ষক দিবস, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেসবপুর ভবতারণ প্রাথমিক বিদ্যালয়

এ এক অন্য শিক্ষক দিবস, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেসবপুর ভবতারণ প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৯৫৮ সালে।২০২০ সালে বিদ্যালয় পরিচালন কমিটি স্থির করে এখানে আদিবাসীদের শিক্ষার ব্যবস্থা করা হবে।সেই শুরু।বর্তমানে স্কুলটিতে আদিবাসী…

 




এ এক অন্য শিক্ষক দিবস, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেসবপুর ভবতারণ প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৯৫৮ সালে।২০২০ সালে বিদ্যালয় পরিচালন কমিটি স্থির করে এখানে আদিবাসীদের শিক্ষার ব্যবস্থা করা হবে।সেই শুরু।বর্তমানে স্কুলটিতে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্যে আলাদা একটি হোস্টেল রয়েছে যেখানে প্রায় ১৫০ আবাসিক রয়েছে। আজ শিক্ষক দিবস পালিত হোলো ওই স্কুল এ, তবে গতানুগতিক নয় একটু অন্যভাবে। সম্প্রতি অটল তিনকারিং ল্যাব এর অনুদান পেয়েছিলো স্কুল এবং ল্যাবটি চালু হয়েছে সম্প্রতি। নাচ গানের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক মডেল প্রদর্শনীর ব্যবস্থা করে তারা।চন্দ্রজান ৩ থেকে শুরু করে ড্রোন, রিমোট পরিচালিত গাড়ি সহ বিভিন্ন মডেল তৈরী করে ছাত্র ছাত্রীরা।পরবর্তীকালে সঠিক অনুদান ও সাহায্য পেলে এই প্রত্যন্ত গ্রামের ছাত্র ছাত্রীরা আরো অনেক এগিয়ে যাবে মনে করছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবক গন।

No comments