সোনাপেত্যা টোল প্লাজাতে তৃনমূলের শ্রমিক সংগঠনের সহ- সভাপতির দায়িত্ব পেলেন ইউসুফ আলি
১১৬ নং জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজাতে তৃনমূলের শ্রমিক সঙ্গঠন INTTUC-র সহ- সভাপতির দায়িত্ব পেলেন ইউসুফ আলি২৩ শে এর পঞ্চায়েত নির্বাচনে স…
সোনাপেত্যা টোল প্লাজাতে তৃনমূলের শ্রমিক সংগঠনের সহ- সভাপতির দায়িত্ব পেলেন ইউসুফ আলি
১১৬ নং জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজাতে তৃনমূলের শ্রমিক সঙ্গঠন INTTUC-র সহ- সভাপতির দায়িত্ব পেলেন ইউসুফ আলি
২৩ শে এর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে তৃনমূলের ভালো ফলাফল ফলেও এই পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতি এখন বিজেপি-র দখলে।তার মধ্যে রয়েছে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি।
শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপি-র দখলে চলে যাওয়ায় তৃনমূলের একপ্রকার রাতের ঘুম ছুটেছে। সেই আস্তানা ফিরে পেতে তৃণমূল এখন মরিয়া।
তৃণমূল সূত্রে খবর পরিবর্তন হতে চলেছে সহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারিদের পদ যা নিয়ে চিন্তিত ব্লকের একাধিক তৃণমূল নেতারা । তবে তারি মধ্যে আজ ১১৬ নম্বর জাতীয় সড়কে সোনাপেত্যা টোল প্লাজাতে শ্রমিক স্বার্থে INTTUC-র শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পেল সেক ইউসুফ আলি ওরফে (কাজল)।
এই সেক ইউসুফ আলি এক সময় বিজেপির শ্রমিক সংগঠন চালিয়েছিলেন কিন্তু যোগ্য সম্মান না পাওয়ায় বিজেপি ছেড়ে ২১ শে বিধানসভার আগে তমলুক সংগঠনিকের জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্রের হাত ধরে তৃণমূলে আসেন। তবে তৃণমূলে আসার পর বছর দুয়েক তৃণমূল কংগ্রেস করার পর তাঁকে এবার তৃনমূলের INTTUC শ্রমিক সংগঠনের দ্বাইত্ব দিল তৃণমূল কংগ্রেস।
পুরনো দিনের শ্রমিক নেতাকে টোল প্লাজার কর্মীরা পেয়ে রীতিমতো খুব খুশি। তাই তাঁরা তাদের প্রিয় নেতা ইউসুফ আলিকে পুষ্পস্তবক, উত্তরীয় ও মিষ্টিমুখ করে স্বাগত জানায় সবাই। দায়িত্ব পেয়ে ইউসুফ আলি তিনি জানান পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিসহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে তার বিশেষ কারণ বিজেপি ধর্মীয়ভাবে এবং তাঁদেরকে বিভিন্ন প্রলোভন ও লোভ দেখিয়ে ভুল বুঝিয়েছে। সেই সমস্ত মানুষদেরকে এবং আমাদের শ্রমিক সংগঠনকে সু-দৃড় করতে অতন্ত প্রহরীর মত দলকে সামলে রাখার চেষ্টা করব। আশা করি নিজে দায়িত্বের সাথে রাজ ধর্ম পালন করে পুনরায় ফিরিয়ে আনবো এবং জেলা সহ রাজ্যের কাছে উপহার হিসেবে এই ব্লক ফিরিয়ে দেব।
No comments