কুষ্ঠ রোগ চিহ্নিতকরণ নিয়ে সেমিনার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হলদিয়া পৌরসভা এলাকায় কুষ্ঠ রোগ মুক্ত করার জন্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে কুষ্ঠ রোগ…
কুষ্ঠ রোগ চিহ্নিতকরণ নিয়ে সেমিনার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হলদিয়া পৌরসভা এলাকায় কুষ্ঠ রোগ মুক্ত করার জন্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে কুষ্ঠ রোগ বিষয়ে চিহ্নিতকরণ করা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার রথীন দাস, উপস্থিত ছিলেন পিএইচএম স্বাস্থ্য দপ্তরের শাহানা খাতুন। সূত্রে জানা যায় হলদিয়া পৌর এলাকায় ২৯ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ রোগ বিষয়ে সমীক্ষা করবে স্বাস্থ্য দপ্তর এবং ডেঙ্গু কর্মী ওয়ার্ড সহায়িকা ।
কুষ্ঠ রোগ কি বংশগত রোগ না পাপের ফল?
কুষ্ঠ রোগ একটি জীবাণু ঘটিত রোগ এর জীবাণু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সংক্রামক কুষ্ঠ রোগীদের চিকিৎসা না করালে তাদের দেহ থেকে জীবাণু অন্যের দেহে ছড়িয়ে পড়ে চিকিৎসার রাগ করালে কুষ্ঠ রোগ থেকে অঙ্গ বিকৃতি বা অক্ষম দেখা দেয়। কুষ্ঠ রোগের লক্ষণ গুলি দেখা দিলে দেরি না করে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
কুষ্ঠ রোগের লক্ষণ ? দেহে যেকোনো জায়গায় এক বা একাধিক ছোট মাঝারি বড় আকারে ফ্যাকাশিক কালচে তামাটে রঙের দাগ কুষ্টের লক্ষণ হতে পারে । এইসব দাগ দুধ সাদা বা কুচকুচে কালো হয় না এইসব দাগ চামড়ার সঙ্গে সমতল বা উঁচু আংশিক বা সম্পূর্ণ অসাড় হতে পারে।
কুষ্টের দাগে চুলকানি বা ব্যথা বেদনা থাকে না ।এখানে ঘাম হয় না লোমও উঠে না।
এছাড়া চকচকে বাতিল তেলতেলে ত্বক, হাতে-পায়ে ঝিন ঝিন অসাড় ভাব, ত্বকে গুটি কানে লতি বা চামড়ার কোন অংশ মোটা হয়ে যাওয়া কুষ্টের লক্ষণ হতে পারে।
চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ সেরে যায়?
সমস্ত সরকারি হাসপাতালে কুষ্ঠ রোগীর চিকিৎসার বিনামূল্যে করা হয়। এম,ডি,টি, কুষ্ঠ রোগ সারায়, কুষ্ঠ জীবাণু ধ্বংস করে, কুষ্ঠ জীবাণু ছড়ানো বন্ধ করে। সকলকে মনে রাখতে হবে মাত্র এক ডোজ এম,ডি,টি ২৪ ঘন্টায় সংক্রামক কুষ্ঠ রোগীকে অসংক্রামক করে তোলে। অর্থাৎ তার রোগের জীবাণু অন্যের দেহে ছড়ায় না। কুষ্ঠ রোগের শ্রেণীবিভাগ অনুযায়ী ৬ থেকে ১২ মাসের চিকিৎসার প্রয়োজন হয় প্রতি নিয়ত ব্যায়াম ওশল্য চিকিৎসার অঙ্গ বিকৃতি সারানো যায়।
No comments