ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/0LXgwNuJcQIশাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙলো শাসক দলের সভাপতি উপস্থিতিতেশতবর্ষ উদযাপন আগামী বছর শুরু হবে হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক। সেই স্কুলেরই জায়গা ঘিরে তৃণমূলের পার্টি অফ…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/0LXgwNuJcQI
শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙলো শাসক দলের সভাপতি উপস্থিতিতে
শতবর্ষ উদযাপন আগামী বছর শুরু হবে হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক। সেই স্কুলেরই জায়গা ঘিরে তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছিল শাসক দল। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে এই পার্টি অফিস চলছিল স্কুল কর্তৃপক্ষ বারে বারে শাসক দলের নেতৃত্ব এবং প্রশাসনের জানিয়েও কোনো কাজ হয়নি।
হলদিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলের জায়গার উপরে জবর দখল করে পার্টি অফিস করেছিল শাসক দল তৃণমূল ।স্কুল ডেভেলপমেন্টের জন্য বারে বারে স্কুল কর্তৃপক্ষ জানিও কোন কাজ হয়নি। স্কুলের প্রধান শিক্ষক স্কুল বোর্ড সহ আইনি পরামর্শ নিয়েছেন কোনোভাবেই কোন কাজ না হওয়াতেই প্রায় একরকম হাল ছেড়ে দিয়েছিলেন।
হলদিয়ার এক যুবক মানবাধিকার কমিশনে আবেদন করেছিলেন ওই স্কুলের জায়গা সম্পর্কে, মানবাধিকার কমিশন জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিল। অবশেষে জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়।
বিশেষ সূত্রে জানা যায় প্রশাসন দিয়ে পার্টি অফিস ভাঙার আগেই হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল এর উপস্থিতিতে সেই অফিস ভেঙে দেওয়া হল। কটাক্ষ করেছেন বিএম এস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শাসক দল হলদিয়ার ভোটার মানুষের কাছে স্বচ্ছতা আনতে চাইছে। সামনে পৌর ভোট কিন্তু মানুষ জানে এই দলটি কেমন যতই মানুষের মন পাওয়ার চেষ্টা করুক না কেন সঠিক ভোট হলেই হলদিয়া পৌরসভা তখন নিবে বিজেপি।
No comments