Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্ডিয়া না ভারত সেদিনের স্বাধীনতার সংগ্রামী কি বললেন?

ইন্ডিয়া না ভারত সেদিনের স্বাধীনতার সংগ্রামী কি বললেন?ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/sjL9LXsI7y4?si=Ft6zaP4nSJKJ2mWj

সারা ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড়, ভারত না ইন্ডিয়া নাম থাকবে এই নিয়েই এখন জোর বিতর্ক শুরু হয়েছে। সেই ব…

 


ইন্ডিয়া না ভারত সেদিনের স্বাধীনতার সংগ্রামী কি বললেন?

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/sjL9LXsI7y4?si=Ft6zaP4nSJKJ2mWj



সারা ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড়, ভারত না ইন্ডিয়া নাম থাকবে এই নিয়েই এখন জোর বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্ক  কেন্দ্রীয় মন্ত্রিসভা পর্যন্ত পৌঁছে গেছেন। স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রত্যেক ভারতবাসী একটাই স্লোগান ছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো। সেই ভারত স্বাধীন পেয়েছেন বর্তমান কেন্দ্র সরকার ভারত এই নামটি আনতে চাইছেন ।

কিন্তু রাজ্যে শাসক দল তাদের নেতৃত্বে জো তৈরি হয়েছে ইন্ডিয়া। স্বাধীনতার প্রায় ৭৭ বছর ধরে ইন্ডিয়া নামটি  রয়েছে । সেই ইন্ডিয়ার নাম রাখতে চাইছেন এই নিয়ে চলছে জোর বিতর্ক।

 কিন্তু সেদিনের যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন যাদের স্বপ্ন কি ছিল। স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত বললেন আমরা ভারত মাতাকে  ইংরেজদের থেকে মুক্ত করার জন্য আন্দোলন করেছিলাম । আমরা সকলেই ভারত মায়ের নামে জয়ধ্বনি করি।  ইন্ডিয়া নামটা এসেছে ইংরেজদের কাছ থেকে। ইংরেজদের দেওয়ার নাম কেন আমরা বহন করব। ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামটাই থাকা ভালো।

No comments