সুতাহাটা আঞ্চলিক ইউনিটের সম্মেলন ও গুণীজন সংবর্ধনা সভা
মেদিনীপুর সমন্বয়ের সংস্থার সুতাহাটা আঞ্চলিক সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের পিঠস্থান সুতাহাটা। সুতাহাটা আঞ্চলিক সম্মেলনে এবং ইউনিটের নেতৃত্ব ও প্রতিষ্ঠাত…
সুতাহাটা আঞ্চলিক ইউনিটের সম্মেলন ও গুণীজন সংবর্ধনা সভা
মেদিনীপুর সমন্বয়ের সংস্থার সুতাহাটা আঞ্চলিক সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের পিঠস্থান সুতাহাটা। সুতাহাটা আঞ্চলিক সম্মেলনে এবং ইউনিটের নেতৃত্ব ও প্রতিষ্ঠাতা সভাপতি রাধাকান্ত চক্রবর্তী ৮৬ তম জন্মদিন পালন এবং গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় সুতাহাটা মন্ডপ প্রেক্ষাগৃহে।
সুতাহাটা আঞ্চলিক কমিটির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন মঞ্চে সুতাহাটা ইউনিট এলাকায় প্রায় ২০ টি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এ ট্রপার ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা সভা ,এছাড়াও মেদিনীপুর সমন্বয়ের সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ও আজীবন সদস্য অধ্যাপক প্রনবেশ জানাকে সম্বর্ধিত করা হয়। সুতাহাটা আঞ্চলিক সম্মেলনে ইউনিটি সম্পাদক মনোরঞ্জন গায়েন বলেন একই মঞ্চে গুরু শিষ্যের সম্বর্ধনা সভা করতে পেরে আমরা খুবই গর্বিত।
তিনি বলেন রাধাকান্ত চক্রবর্তী মহোদয়ের ছাত্র ছিলেন প্রণবেশ জানা এবং প্রনবেশ জানা মহোদয়ের উদ্যোগে মেদিনীপুর সমন্বয়ে সংস্থা গড়ে উঠেছে। তার পরিচালনায় এই সুতাহাটা ইউনিট। তাই দুই মহান ব্যক্তি কে একই মঞ্চে সংবর্ধিত করতে পেয়ে আমরা ইউনিটের সকল সদস্যরা গর্বিত। এছাড়াও বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রাজ্যে এক থেকে কুড়ির মধ্যে যারা রয়েছিলেন ইউনিট এলাকায় তাদেরকে বিদ্যাসাগর স্মারক পুরস্কারের ভূষিত করা হয়েছে।
তিনি আরো বলেন আমাদের আগামী দিনের কর্মসূচি বিশেষ করে এই ইউনিট এলাকায় একটি ভবন করা সেই ভবন ক্ষুদিরাম ভবন নামে উৎসর্গিত করা ।এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার যে সকল লেখকদের বই প্রকাশিত হয়েছেন বা আগামী দিনে হবে সেই বইগুলিকে একত্রিত করে একটি বিদ্যাসাগর লাইব্রেরী তৈরি করা। দুঃস্থ ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের জন্য শিক্ষা সামগ্রিক প্রদান এবং বলিষ্ঠ নাগরিকদের সম্মানিত করা। বর্তমান ইউনিটের সদস্য সংখ্যা ষাট এবং এজিএমএ আরো কুড়িজন সদস্যপদ নিয়েছেন বলে জানালেন। সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি দিলীপ বেরা এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটের নেতৃত্ব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য।
No comments