৫২বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ পণ্য নিয়ে কুয়েত থেকে হলদিয়ায় এসে ভিড়েছে ন্যাপথা বোঝাই জাহাজ
বন্দরের ৫২বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ পণ্য নিয়ে কুয়েত থেকে বৃহস্পতিবার ১৪ ই সেপ্টেম্বর হলদিয়ায় এসে ভিড়েছে একটি ন্যাপথা বোঝাই জাহাজ। এত …
৫২বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ পণ্য নিয়ে কুয়েত থেকে হলদিয়ায় এসে ভিড়েছে ন্যাপথা বোঝাই জাহাজ
বন্দরের ৫২বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ পণ্য নিয়ে কুয়েত থেকে বৃহস্পতিবার ১৪ ই সেপ্টেম্বর হলদিয়ায় এসে ভিড়েছে একটি ন্যাপথা বোঝাই জাহাজ। এত বেশি পণ্য নিয়ে এত বড়মাপের জাহাজ আগে কখনও হলদিয়া আসেনি বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। নাব্যতা সমস্যার কারণে মূলত বড় জাহাজ বেশি পণ্য নিয়ে আসতে পারে না।
তবে এদিন অমাবস্যার কারণে নদীতে জলের গভীরতা ৮.৭ মিটার থাকায় বন্দরের দক্ষ পাইলটরা রীতিমতো ঝুঁকি নিয়ে এতবড় জাহাজ হলদিয়া নিয়ে আসেন। পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ার 'ক্লিয়ার ওসান অ্যাজাক্স' নামের ২৫০মিটার দীর্ঘ ওই জাহাজটি কুয়েতের মিনা আল আহমেদিয়া বন্দর থেকে হলদিয়া পেট্রকেমের জন্য ৪৮,১১১মেট্রিক টন ন্যাপথা নিয়ে এসেছে।
হলদি নদীর তীরে বন্দরের ৩নম্বর অয়েল জেটিতে এদিন দুপুর নাগাদ এসে পৌঁছয় পোস্ট প্যানাম্যাক্স গ্রুপের জাহাজটি। বন্দর সূত্রে জানা গিয়েছে, জাহাজটি ৮২,২৭১ টন ন্যাপথা নিয়ে কুয়েত থেকে রওনা দেয়। বিশাখাপত্তনম বন্দরে ৩৪হাজার টন নামিয়ে বাকি বেশি অংশ ন্যাপথা হলদিয়া নিয়ে আসে জাহাজটি। বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা বলেন, বন্দরের ইতিহাসে এতবড় জাহাজ এবং এত বেশি পণ্য নিয়ে আগে কখনও হলদিয়া আসেনি। ২০১৭সালে ৪৪হাজার টন নিয়ে একটি জাহাজ এসেছিল। তবে জাহাজগুলি স্বাভাবিকভাবে ৩৮-৩৯হাজার টন পণ্য আনতে পারে নাব্যতা লক্ষ্য রেখে। এই জাহাজটি আরও ১০হাজার টন বেশি আনতে পেরেছে বন্দরের পাইলটদের দক্ষতায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের(কলকাতা) চেয়ারম্যান রথেন্দ্র রামন হলদিয়া ডকের এই কর্মদক্ষতার জন্য শুভেচ্ছা জানান।
অভিনন্দন জানান বিএমএস কলকাতা হলদিয়া পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জী সাধারণ সম্পাদক প্রদীপ বিজলী তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে সারা ভারতবর্ষের সমস্ত বন্দরগুলিকে একসঙ্গে নিয়ে কাজ করার এবং হলদিয়া কে অধিক গুরুত্ব দিয়ে জলপথে পরিবহনের মাত্রা বাড়িয়েছেন। সে জন্যই ভারতের প্রধানমন্ত্রী এবং কলকাতা হলদিয়া পোর্ট ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান এবং বন্দরে ইঞ্জিনিয়ার এবং সকল দক্ষ শ্রমিকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
No comments