Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শাসক দলের সোশ্যাল মিডিয়ার হলদিয়ার নেত্রী বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হলদিয়ার আইনজীবী

শাসক দলের সোশ্যাল মিডিয়ার হলদিয়ার নেত্রী বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হলদিয়ার আইনজীবী 
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমাবেশ হয়েছিল হলদিয়ার টাউনশিপ মাখন বাবুর বাজার…

 


শাসক দলের সোশ্যাল মিডিয়ার হলদিয়ার নেত্রী বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হলদিয়ার আইনজীবী 

পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমাবেশ হয়েছিল হলদিয়ার টাউনশিপ মাখন বাবুর বাজারে। সেই সভাতে বহু মানুষ উপস্থিত ছিলেন। ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী পথ চলতি  বহু মানুষ এবং আইনজীবী। সেই সব স্থলে বসে থাকা আইনজীবীদের ছবিতে লাল মার্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

শাসক দলের সোশ্যাল মিডিয়ার হলদিয়ার নেত্রী বিরুদ্ধে অভিযোগ করলেন হলদিয়ার আইনজীবী স্বপন অধিকারী।পূর্ব মেদিনপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজারে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে গুণীজন সংবর্ধনা এবং উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার বিধায়ক মদন মিত্র ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলিপুর সেই সভাটি বহু মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হলদিয়া আদালতের দুই আইনজীবী গোপাল দাস ও স্বপন অধিকারী তাদের ছবিতে মার্কিন করে কুরুচিপূর্ণ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল সে কারণেই আইনজীবী সাইবার ক্রাইমে গিয়ে সোশ্যাল মিডিয়ার নেত্রী  নামে অভিযোগ দায়ের করেছেন। বিশেষ সূত্রে জানা যায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি ও আইনজীবী গোপাল দাস উপস্থিত ছিলেন।

সেই পোস্টে লেখা ছিল ইনার নাম কি? ইনি কি তৃণমূল কংগ্রেসের নেতা না কর্মী? টাউনসিপের যুব তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন কিছুদিন আগে তিনি তো হলদিয়া কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে তৃণমূল কংগ্রেসের প্যানেলের বিপক্ষে প্রার্থী দিয়েছিলেন এবং হেরে গেছেন এটা কি সত্যি তৃণমূল যুব কংগ্রেসের সভা ছিল না মিলি ঝুলি সভা ব্যবসা বাঁচাতে। উত্তর দেবে হলদিয়ার জনগণ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখে ভাইরাল হয়ে যায় তারপরেই দেখতে পেয়ে অভিযোগ দায় করেছেন হলদিয়া কোর্টের আইনজীবী স্বপন অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঝরনাগিরি তৃণমূল সোশ্যাল মিডিয়ার নেত্রী উনাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছিল। 
তিনি বলেছেন স্বপন অধিকারী বা গোপাল দাস উনাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। কিন্তু যে সকল কর্মকর্তারা সভা করছেন যারা ডেকেছেন তাদের কাছেই এই প্রশ্নগুলি ছিল। হলদিয়া বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক বিমল মাজী বলেন আমাদের এবারে নির্বাচন ছিল ফ্রেন্ডশিপ নির্বাচন। কোন রাজনৈতিক কালারের নির্বাচন ছিল না। অনেকেই  প্রার্থী হওয়ার জন্য আগ্রহী ছিলেন। তারাই  নমিনেশন করেছিলেন সেই সুবাদেই নির্বাচন হয়েছিল।










No comments