জলের সংযোগ কাটার প্রতিবাদে রাস্তা অবরোধ জলের সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে নন্দীগ্রামের তারাচাঁদবাড়ে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বেলা ১১টা থেকে দুপুর দেড় পর্যন্ত জহিরুর মোড় থেকে বাইপাস যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। …
জলের সংযোগ কাটার প্রতিবাদে রাস্তা অবরোধ
জলের সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে নন্দীগ্রামের তারাচাঁদবাড়ে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বেলা ১১টা থেকে দুপুর দেড় পর্যন্ত জহিরুর মোড় থেকে বাইপাস যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। নেতৃত্ব দেন প্রাক্তন সিপিএমের প্রধান আজিরন খাতুন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। অবরোধকারীদের বিডিও অফিসে গিয়ে আলোচনার পরামর্শ দেওয়া হয়। সেইমতো অবরোধকারীরা বিডিও অফিসে যান।
কিন্তু, সেই সময় বিডিও ছিলেন না। তাঁরা থানায় গিয়ে আইসি-র সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, শনিবার তারাচাঁদবাড় শিশুশিক্ষা কেন্দ্র চত্বরে সাবমার্সিবল পাম্প থেকে পশ্চিমপাড়ায় জলের সংযোগ কেটে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান তথা শেখ সুপিয়ানের জামাই শেখ হাবিবুলের উপস্থিতিতে ওই সংযোগ কাটা হয়। অভিযোগ, পশ্চিমপাড়ার ভোটারদের একটা বড় অংশ সিপিএমকে ভোট দিয়েছে বলে সন্দেহ থেকেই জলের সংযোগ কাটা হয়। এনিয়ে শিশুশিক্ষা কেন্দ্রের সামনে পশ্চিম পাড়ার বেশ কয়েকজনের সঙ্গে শেখ সুপিয়ানের জামাই ও পঞ্চায়েত সদস্যা দুই মেয়ের তুমুল বচসা হয়েছিল।
No comments