রক্ত দান শিবির
খড়গপুর জি.আর.পি জেলার অন্তর্ভুক্ত হলদিয়া জি.আর.পি.এস এর পরিচালনায় হলদিয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা হলদিয়া স্টেশনে অনুষ্ঠিত হলো সেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া জি.আর.পি.এস…
রক্ত দান শিবির
খড়গপুর জি.আর.পি জেলার অন্তর্ভুক্ত হলদিয়া জি.আর.পি.এস এর পরিচালনায় হলদিয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা হলদিয়া স্টেশনে অনুষ্ঠিত হলো সেচ্ছায় রক্তদান শিবির।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া জি.আর.পি.এস এর বড়োবাবু বিকাশ সিনহা,মেজোবাবু ধনঞ্জয় পাল,ছোটোবাবু অনিমেষ চক্রবর্তী,ছোটোবাবু গৌতম পাত্র ও ছোটোবাবু শৈলেন পাল এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা হাসপাতালে ডঃ সুতপা সরকার,হলদিয়া স্টেশনের স্টেশন মাস্টার সুজিত মন্ডল,বিশিষ্ট সমাজসেবী মহঃ হাকিম,বিশিষ্ট সমাজসেবী অর্নব দেবনাথ,বিশিষ্ট সমাজসেবী অচিন্ত দাস অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ সহ হলদিয়া মহকুমা ব্লাড ব্যাঙ্কের সমুহ কর্মকর্তাগণ।উক্ত মহতি অনুষ্ঠানে রক্তদান করেন হলদিয়া জি.আর.পি.এস এর কর্মকর্তাগণ,আর.পি.এফ ও রেলের স্টাফ সহ স্থানীয় মানুষজন।
No comments