সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় কর্মাধক্ষ নির্বাচনপূর্ত কার্য ও পরিবহন কর্মাধক্ষ হয়েছেন পার্থ বটব্যাল সদস্য রয়েছেন অভিষেক দাস শেখ সাবীর উদ্দিন আসমাউল হুসনা।জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধক্ষ হয়েছেন কণিকা বাড়ুই দাস, সৈয়দ আমজাদ হোস…
সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় কর্মাধক্ষ নির্বাচন
পূর্ত কার্য ও পরিবহন কর্মাধক্ষ হয়েছেন পার্থ বটব্যাল সদস্য রয়েছেন অভিষেক দাস শেখ সাবীর উদ্দিন আসমাউল হুসনা।
জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধক্ষ হয়েছেন কণিকা বাড়ুই দাস,
সৈয়দ আমজাদ হোসেন সদস্য হয়েছেন রীতা দাস ভূঁইয়া, খোকন রায় প্রামানিক।
কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ হয়েছেন আসমাউল হুসনা সদস্য হয়েছেন কণিকা বারবি দাস শেখ সিরাজ আলি আনজুমা বিবি। শিক্ষা সংস্কৃত তথ্য ক্রীড়া দপ্তরের কর্মধত্ব হয়েছেন খোকন রায় প্রামানিক সদস্য হয়েছেন অর্পিতা দাস পার্থ বটব্যাল বর্ণালী মন্ডল।
শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ কর্মদক্ষ হয়েছেন টিংকু মাইতি পাত্র সদস্য হয়ে রিতা দাস ভূইয়া আঞ্জুমা বিবি ঝুম্পা কালসা।
বনভূমি সংস্কার কর্মদক্ষ হয়েছেন সৈয়দ আমজাদ হোসেন অর্পিতা দাস খোকন রায় প্রামানিক।কণিকা বারুইদাস
মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ হয়েছেন ঝুম্পা কালসার সদস্য হয়েছেন টিংকু মাইতি পাত্র অভিষেক দাস সৈয়দ আমজাদ হোসেন।
খাদ্য সরবরাহ দপ্তরে কর্মাধক্ষ হয়েছেন শেখ সিরাজ আলী শেখ সাবীর উদ্দিন বর্ণালী মণ্ডল তুষার কান্তি মাইতি।
ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি কর্মাধক্ষ হয়েছে বর্ণালি মন্ডল সদস্য হয়েছেন তুষার কান্তি মাইতি শেখ সিরাজ আলি পার্থ বটব্যাল।
No comments