Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বকর্মা পুজোর দিন দেব শিল্পী বিশ্বকর্মা প্রতিমা দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো কারখানার গেট

বিশ্বকর্মা পুজোর দিন দেব শিল্পী বিশ্বকর্মা প্রতিমা দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো কারখানার গেটপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া দেব শিল্প বিশ্বকর্মা পুজোর দিন বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন কারখানার এবং মন্ডপ প্রতিমা দে…

 



বিশ্বকর্মা পুজোর দিন দেব শিল্পী বিশ্বকর্মা প্রতিমা দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো কারখানার গেট

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া দেব শিল্প বিশ্বকর্মা পুজোর দিন বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন কারখানার এবং মন্ডপ প্রতিমা দেখার জন্য। হলদিয়ার শিল্পাঞ্চলে কারখানার ভিতরে ঘুরে ঘুরে দেখেন বহু মানুষ কিন্তু কোভিডের  সময় থেকে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার জন্য।

হলদিয়া ঝিকুরখালি হলদিয়া এনার্জি লিমিটেড তাদের এবারের পূজো থিম চন্দ্র যান এবং পুজো মণ্ডপের ভিতরেই ৬০০ বছর আগে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হতো তার ধারাবাহিকতা তুলে ধরেছেন জানালেন পুজো কমিটির এবং কারখানার কর্তৃপক্ষ। পুজো মণ্ডপ প্রতিমা কারখানার গেটের ভিতরে হলেও সাধারণ মানুষের জন্য বিকাল চারটা থেকে গেট উন্মুক্ত করে দেওয়া হয় এবং যে সকল প্রার্থী দর্শনার্থী প্রতিমা দেখার জন্য আসেন তাদের প্রত্যেককেই মিষ্টিমুখ করানো হয় বলে জানা যায়।চন্দ্রযান-৩ এর আদলে মন্ডপের সামনে মডেল গড়ে‌ বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্যকে তুলে ধরেছে হলদিয়া শিল্প তালুকের হলদিয়া এনার্জি লিমিটেড । সেইসঙ্গে অতীতকাল থেকে বিদ্যুৎ ব্যবহারের নানা ক্রমপর্য্যায় তারা বিশ্বকর্মা পুজো মণ্ডপে তুলে ধরেছেন ।

 আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি চন্দন দে এদিন হলদিয়া এনার্জি লিমিটেডের পূজা মন্ডপে গিয়ে শ্রমিকদের শুভেচ্ছা বার্তা দেন । বিদ্যুৎ উৎপাদনকারী এই শিল্প সংস্থার প্লান্ট হেড সোমনাথ দত্ত এদিন এই পুজোর উদ্বোধন করেন । সংস্থার পদস্থকর্তা বিদুষ রঞ্জন সেন, সন্দীপ কুন্ডু, সত্যজিৎ গাঙ্গুলী সহ বহু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন । 

No comments