Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় নদী দিবস পালন করল হলদিয়া পুরসভা

জাতীয় নদী দিবস পালন করল হলদিয়া পুরসভা  । " ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা" এবং "মিনিস্ট্রি অফ জলশক্তি"যৌথ উদ্যোগে নদী উপযুক্তির শহরগুলিতে এমন নদী দিবস পালনে গুরুত্ব দেওয়া হয়েছে  । সোমবার  ২৫ শে সেপ্টেম্বর হল…

 





জাতীয় নদী দিবস পালন করল হলদিয়া পুরসভা  । " ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা" এবং "মিনিস্ট্রি অফ জলশক্তি"যৌথ উদ্যোগে নদী উপযুক্তির শহরগুলিতে এমন নদী দিবস পালনে গুরুত্ব দেওয়া হয়েছে  । সোমবার  ২৫ শে সেপ্টেম্বর হলদিয়া টাউনশিপে হলদি নদীর পাড়ে বিদ্যাসাগর পার্কে চারাগাছ রোপন করে এই অনুষ্ঠানের সূচনা করেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায় । 

তিনি বলেন,"নদী আমাদের সমাজ জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই নদীর জল দূষণমুক্ত রাখা, নিজেকে সুন্দর রাখা আমাদের কর্তব্য । এ বিষয় নদীর তীরবর্তী এলাকার সমস্ত মানুষের সতর্ক থাকা বাঞ্ছনীয় ।" হলদিয়া পুরসভা এলাকার পাশ দিয়ে বয়ে গেছে হলদি এবং হুগলি নদী । এই দুই নদীর সঙ্গে সংযুক্ত সমস্ত খালে জাল পেতে নোংরা ,আবর্জনা ছেঁকে নেওয়ার উদ্যোগ রয়েছে । সেই সঙ্গে কোনভাবে যাতে নদীতে কোন শিল্প সংস্থা দূষিত জল না ফেলে সেই বার্তাও দেওয়া হয়েছে । জানান পুরসভার পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জুনেজুর রহমান । আগামী দিনে এলাকার সমস্ত স্তরের মানুষকে নিয়ে পরিবেশ দূষণ প্রতিরোধের বিষয়েও জোর দিয়েছে হলদিয়া পুরসভা ।

No comments