ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/ua1pvbcOXak
ক্ষতিপূরণের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভহলদিয়া বন্দর: হলদিয়া পৌরসভার দু'নম্বর ওয়ার্ডে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড তাদের কারখানা রয়েছে সেই কারখানার বজ্র পদার…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/ua1pvbcOXak
ক্ষতিপূরণের দাবিতে মৎস্যজীবীদের বিক্ষোভ
হলদিয়া বন্দর: হলদিয়া পৌরসভার দু'নম্বর ওয়ার্ডে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড তাদের কারখানা রয়েছে সেই কারখানার বজ্র পদার্থ জল বর্ষার জলে মিশে ওই এলাকার ঝিল পুকুর চলে যায়। দূষিত জল চলে যাওয়ায় ওই এলাকায় মাছ চাষের ক্ষতি, পুকুরে ওই বজ্র পদার্থ মিশে যাওয়ার জন্য এলাকার মানুষের চর্ম রোগে আক্রান্ত ,বারে বারে কর্তৃপক্ষ প্রশাসনকে জানিও কোন সুরাহা হয়নি ।
দূষণের জল বিভিন্ন পুকুরে ঝিলে চলে গিয়ে নষ্ট হচ্ছে হাজার হাজার টাকার মাছ। বহুবার এলাকার মানুষ কর্তৃপক্ষকে এবং প্রশাসন কে জানিয়ে ও কোন কাজ হয়নি। ক্ষতিপূরণ দিবে বলেও দেয়নি কারখানার কর্তৃপক্ষ।
কারখানার বিষাক্ত বর্জ্য ঝিলে মিশে সমস্ত মাছ মারা গিয়েছিল। ক্ষতিপূরণের জন্য একাধিকবার কারাখানা কর্তপক্ষ কে জানায় চাষিরা।কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোন ক্ষতিপূরণ পাওয়া যায়নি।
সোমবার ২৫ শে সেপ্টেম্বর হলদিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ড শ্রীকৃষ্ণপুরে রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও মৎস্যচাষিরা।
তাঁদের দাবি,বিগত কয়েক বছর ধরে বারে বারে বলেও কোন পরিস্থিতির পরিবর্তন ঘটেনি।প্রত্যেক বছর বর্ষার সময় এই সমস্যার সৃষ্টি হয়।এবছর যাতে আর এই সমস্যা না হয় তাঁর জন্য প্রশাসন কে জানিয়েছিলাম। কিন্তু কোন কাজের কাজ হয়নি। আন্দোলনকারীদের মধ্যে হলেন শেখ বেলাল হোসেন, সিরাজুল মল্লিক সহ প্রায় ৩৫ জন মৎস্যজীবী উপস্থিত ছিলেন তবে আন্দোলনকারীদের মধ্যে ফরিদুল ইসলাম তিনি বলেন আমরা সুদে টাকা নিয়ে এনে মাছ চাষ করছি । আর এই কারখানার বিষাক্ত জল আমাদের পুকুর খাল বিলের সঙ্গে মিশে গিয়ে নষ্ট করছে মাছ। সে নিয়ে আমরা বহুবার জানিয়েছি তবে আজ সকালে আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম সুতাহাটা থানার পুলিশের এসে আমাদের কাছে এক সপ্তাহ সময় নিয়ে গেছেন। সে জন্য আমরা বিক্ষোভ তুলে নিলাম। তিনি বলেন যদি না এক সপ্তাহের মধ্যে কোন কিছু না হয়। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব বলে জানালেন।
হলদিয়াতে এসেছে পরিবেশ বন ও পর্যটন স্ট্যান্ডিং কমিটি । সকাল থেকেই বিক্ষোভে পৌঁছে গ্রামের মানুষ দূষণ পর্ষদের এবং পর্যটন কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এসছেন তারা ঘুরে দেখলেন কারখানা ঘুরে দেখেন।
No comments