দলত্যাগের ইচ্ছা বিজেপি নেতা প্রলয়ের
দলত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা দলের তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল। শুক্রবার পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক জেলা কমিটির নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়ে…
দলত্যাগের ইচ্ছা বিজেপি নেতা প্রলয়ের
দলত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা দলের তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল। শুক্রবার পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক জেলা কমিটির নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। অভিযোগ, তাতে প্রাধান্য পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নব্য বিজেপি নেতৃত্ব। নতুন কমিটিতে পদ পেলেও এ দিন এর পরে প্রলয় দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন। সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়'। পরে প্রলয় বলেন, “জেলা সভাপতির কাছে সময় চেয়েছি। দলত্যাগ ও পদ ছাড়তে চাই।” উল্লেখ্য, গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রলয়ের একটি ফোনের কথোপকথন ভাইরাল হয়। তাতে দাবি করা হয়, বিজেপির প্রলয়ের কাছে নির্বাচনে জয়ের জন্য সাহায্য চেয়েছেন মমতা। এখন প্রলয়ের এমন পোস্টে জল্পনা বাড়ছে। তবে কি তৃণমূলে যাবেন প্রলয়! বিজেপির জেলা (তমলুক) সভাপতি তাপসী মণ্ডল বলেন, “ওঁর কী মনে হয়েছে জানি না।”
No comments