নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ডেপুটেশন দিলেন সিপিআইএম
নন্দীগ্রাম -১ নং ব্লকের মহম্মদপুর অঞ্চলে তারাচাঁদবাড় গ্রামে সিপিআইএমকে ভোট দেওয়ার অপরাধে জলের লাইন কেটে দেওয়ার প্রতিবাদসহ ১০০ দিনের কাজের আবাস যোজনার বাড়ি, জল নিকাশি, পানীয় জল…
নন্দীগ্রাম এক নম্বর ব্লকে ডেপুটেশন দিলেন সিপিআইএম
নন্দীগ্রাম -১ নং ব্লকের মহম্মদপুর অঞ্চলে তারাচাঁদবাড় গ্রামে সিপিআইএমকে ভোট দেওয়ার অপরাধে জলের লাইন কেটে দেওয়ার প্রতিবাদসহ ১০০ দিনের কাজের আবাস যোজনার বাড়ি, জল নিকাশি, পানীয় জল, রাস্তাঘাট মেরামত, বিভিন্ন দাবি নিয়ে বিডিওর নিকট মিছিল এবং গণ ডেপুটেশন অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সিপিআইএম উদ্যোগে।
গন ডেপুটেশনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়েক উপস্থিত ছিলেন সিপিআইএমের অন্যান্য সদস্যবৃন্দ
No comments