সৈকত শহর দিঘায় চালু হচ্ছে রোপওয়ে
মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘা শহরে চালু হয়েছে রোপওয়ে। আর সেই রোপওয়ে কোন সময় দুর্ঘটনা কবলে পড়লে কিভাবে পর্যটকদের রক্ষা করা যায় তার একটি মগড্রিল চালু হলো দীঘার অমরাবতী পার্কে।বেশ কয়েক …
সৈকত শহর দিঘায় চালু হচ্ছে রোপওয়ে
মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘা শহরে চালু হয়েছে রোপওয়ে। আর সেই রোপওয়ে কোন সময় দুর্ঘটনা কবলে পড়লে কিভাবে পর্যটকদের রক্ষা করা যায় তার একটি মগড্রিল চালু হলো দীঘার অমরাবতী পার্কে।বেশ কয়েক বছর আগেই এই অমরাবতী পার্কে রোপওয়ে যান্ত্রিক কারণে বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছিলেন তখন স্থানীয় মানুষের চেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয়।বৃহস্পতিবার কার্যত NDRF ও রোপওয়ে কর্তৃপক্ষ এবং দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে একটি মগড্রিল করা হলো দীঘার অমরাবতী পার্কে। পরবর্তীকালে যাতে কোন সমস্যা না হয় তার জন্যই এই মগড্রিল বলে জানালেন রোপওয়ের assistant technical engineer শুভাশিস ভট্টাচার্য তিনি বলেন প্রতিনিয়ত বহু পর্যটক এই রোপওয়ে চাপতে আসেন তাই পর্যটক থেকে স্থানীয় মানুষ কোন সমস্যায় পড়লে তাদের আতঙ্কের কোন কারণ নেই বা কিভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করে তাড়াতাড়ি উদ্ধার করে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তার একটি মগড্রিল চালু করা হয়েছে।
No comments