শান্তি, সেবা এবং অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ।জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন। সকাল থেকেই দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে নয়াদিল্লিতে। প্রথমে…
শান্তি, সেবা এবং অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ।
জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন। সকাল থেকেই দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে নয়াদিল্লিতে। প্রথমেই সকাল ৯টায় রাজঘাটে জড়ো হন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একে একে আসতে থাকেন বিভিন্ন নেতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের ফুমিও কিশিদা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল আগত প্রতিনিধিদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তিনি। সাতসকালে সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিয়ে পৌঁছন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। সকল রাষ্ট্রনেতারা এরপর মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাজঘাটে সেই সময় চলছিল বাপুর প্রিয় ধর্মীয় সঙ্গীতগুলির লাইভ অনুষ্ঠান। তবে আজও ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক উষ্কে দেওয়া হল। প্রধানমন্ত্রীর তরতফে অর্পিত পুষ্পার্ঘ্যের উপর জ্বলজ্বল করছিল রিপাবলিক অফ ভারত কথাটি। ইন্ডিয়া জোটের পর থেকেই যে এই নামের ‘ভয়’ সর্বক্ষণ তাঁকে তাড়া করে বেড়াচ্ছে তা ফের একবার স্পষ্ট হয়ে উঠল। জি-২০-র মতো বৃহৎ আন্তর্জাতিক মঞ্চে দেশবাসীর মত না নিয়ে এই একতরফা সিদ্ধান্ত আবারও বিতর্ক তৈরি করল। বিশেষত সংসদের সিলমোহর ছাড়াই এই ধরণের কার্যকলাপকে অনেকেই হঠকারিতা বলে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে রাজঘাটের কর্মসূচি শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী মোদি বাকি নেতাদের নিয়ে রাজঘাটের অদূরেই ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে পৌঁছন। যেখানে সম্মেলনের দ্বিতীয় সেশন শুরু হয়েছে। ‘এক ভবিষ্যৎ’ স্লোগানকে আজকের বৈঠকের এজেন্ডা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
No comments