Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষক দিবসে তৃণমূল কংগ্রেসের জনসভায় মদন

শিক্ষক দিবসে তৃণমূল কংগ্রেসের জনসভায় মদন রাজ্যের রাজ্যপাল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র । রাজ্যের প্রশাসনিক কাজে রাজ্যপালের হস্তক্ষেপ এবং অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রতিব…

 


 শিক্ষক দিবসে তৃণমূল কংগ্রেসের জনসভায় মদন 

রাজ্যের রাজ্যপাল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র । রাজ্যের প্রশাসনিক কাজে রাজ্যপালের হস্তক্ষেপ এবং অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন । সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের ইতি ঘটছে বলে ইঙ্গিত দিয়েছেন । মঙ্গলবার হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত হলদিয়া টাউনশিপে  প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে রাজ্য রাজনীতির এমন সম্ভাব্য পরিস্থিতির কথা জানিয়েছেন কামারহাটির বিধায়ক । তিনি বলেন, " আমার মতো অনেকেই টিভির পর্দায় দেখেছেন শুভেন্দু নারদার  টাকা নিচ্ছে । সেজন্য ইডি,সিবিআই তাকে  ধরে না । তার মানে যারা চুরি ডাকাতি করে, বিজেপি করলে ছাড় । বিজেপির এমন পরিচয় । ভীতু শুভেন্দু । সাহস থাকলে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় ভোটে দাঁড়ালে, আমি ওর বিরুদ্ধে দাঁড়াবো । আর লোডশেডিং করে জিততে পারবে না । আমি ওকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি । " এদিনের বক্তব্যে রাজ্য বিজেপির হাল হকিকতের প্রসঙ্গ টেনে শুভেন্দুর কোন ঠাসা অবস্থার কথা তুলে ধরেছেন এ দিনের সভার প্রধান বক্তা । শুভেন্দু লম্প- ঝম্প বিজেপির অন্দরে হাস্যকর হয়ে উঠেছে । বিরোধী দলনেতার ভূমিকা থেকে সরে গিয়ে শুভেন্দু প্রতিহিংসার রাজনীতি করছেন বলে মদন মিত্র  জানান । তিনি বলেন, " শুভেন্দু অধিকারীর মেয়াদ কিন্তু শেষ । আমরা ফাইনাল ব্যাটালে যাচ্ছি । রাজ্য সরকারের ভুলত্রুটি ধরিয়ে ঠিক পথে পরিচালনা করা বিরোধী দলনেতার কাজ । কিন্তু শুভেন্দু তা না করে, কেবল রাজনৈতিক হিংসা চরিতার্থ  করছে । ইডি, সিবিআই, এনআইএ'কে তৃণমূল নেতা,কর্মীদের বিরুদ্ধে  লেলিয়ে দিয়ে বিজেপির ভিতরে হাসির খোরাক হয়েছে ওই গদ্দার অধিকারী । শুভেন্দু একটা সাদা হাতি । বিজেপি বুঝে গিয়েছে ওকে পোষা  মুশকিল । এমন দিন আসছে হয়তো বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে ওকে সরে যেতে হবে ।" এদিন রাজ্যপালের প্রশাসনিক কাজকর্ম প্রসঙ্গেও তৃণমূলের এই বিধায়ক  অসন্তোষ প্রকাশ করেছেন । তিনি বলেন, " রাজ্যপাল বড্ড বেশি বাড়াবাড়ি করছেন । রাজ্যের প্রশাসনিক কাজে অর্থনৈতিক বাধা তৈরি করছেন তিনি । প্রকল্প রূপায়ণের টাকা না পেলে রাজভবন ঘিরে বিক্ষোভ দেখাবো ।" এ দিনের সভায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ উষ্ণ প্রকাশ করে বলেন, " রাজ্যপাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে রাখতে চান । তেমনি রাজ্যের প্রগতিশীলতাকে ধ্বংস করতে চাইছে বিজেপি । প্রতিবাদে  সকলকে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে ।" যুব তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি আজগর আলি সভায় হলদিয়া পুরসভা জয়ের ডাক দিয়েছেন । তিনি বলেন, " সামনে হলদিয়া পুরসভার  ভোট । বিরোধীশূন্য বোর্ড গড়তে হবে । সেই সঙ্গে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী করতে হবে তৃণমূল কংগ্রেসকে । সেজন্য সকলের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে । " শিক্ষক দিবসের দিনে সভার আয়োজন থাকায় সভামঞ্চে এলাকার বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাকে সম্বর্ধনা জানানো হয় । কয়েক মাস আগে ওড়িশায় রেল দুর্ঘটনায় জখম এবং বিপদাপন্ন মানুষকে ঝুঁকি নিয়ে উদ্ধার করেছিলেন হলদিয়ার অভিজিৎ জানা নামে এক যুবক । এদিন মঞ্চে সেই যুবককেও সংবর্ধিত করা হয়েছে । পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বহু বিশিষ্টজন এই যুব সমাবেশে উপস্থিত ছিলেন ।

No comments