বিশ্বকর্মা জয়ন্তীতে শ্রমিক দিবস পালন হল
শ্রমিকদের উপর ১২ ঘণ্টার কাজের বোঝা চাপিয়ে দিতে চাইছে কেন্দ্রের শ্রমিক বিরোধী সরকার । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন এ রাজ্যে কেন্দ্রীয় শ্রমকোড চালু করবেন …
বিশ্বকর্মা জয়ন্তীতে শ্রমিক দিবস পালন হল
শ্রমিকদের উপর ১২ ঘণ্টার কাজের বোঝা চাপিয়ে দিতে চাইছে কেন্দ্রের শ্রমিক বিরোধী সরকার । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন এ রাজ্যে কেন্দ্রীয় শ্রমকোড চালু করবেন না । আমরা মুখ্যমন্ত্রীর ঘোষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছি । আন্তর্জাতিক স্তরে ৮ ঘণ্টার কাজের সময়সীমা চালু রয়েছে । সেই সময়সীমাকে মান্যতা দিয়েই আমরাও শ্রমিকদের পাশে রয়েছি ।" তবে রাজ্য সরকারের এখানে প্রতিবাদ অমূলক বলে মনে করছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহ সভাপতি, তথা পোর্ট অ্যান্ড ডক ফেডারেশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট প্রদীপ বিজলী । কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ভাবনা তুলে ধরে তিনি যুক্তি দেখিয়ে বলেন,"কেন্দ্রীয় সরকার কোনোভাবেই শ্রমকোড চালু করে শ্রমিক বিরোধী সিদ্ধান্ত ঘোষণা করেনি ।
রাজ্যের শাসকদল এবং আইএনটিটিসি নেতৃত্বরা শ্রমিকদের ভুল বোঝাচ্ছেন । কখনোই ১২ ঘণ্টার কাজের সময়সীমা এই শ্রমকোডে বলা হচ্ছে না । মনগড়া কথা বলে শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে ।" বিশ্বকর্মা পুজোর দিনে ভারতীয় মজলুর সংঘ শ্রম দিবস পালন করে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছে । বিশ্বকর্মা জয়ন্তী নামে এই দিনটি ১৯৫৫ সালের ২৩ জুলাই থেকে পালিত হয়ে আসছে । সোমবার হলদিয়ায় বেশ কয়েকটি জায়গায় বিএমএস রক্তদান শিবির, ভোগ বিতরণ, চারাগাছ বিতরণের মাধ্যমে এই দিনটি পালন করেছে ।
No comments