Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় তিনটি অঞ্চলের বোর্ড গঠন

সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় তিনটি অঞ্চলের বোর্ড গঠনপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েতে দুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও আজ আরও তিনটি  পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। চৈতন্যপুর জয়নগর…

 


সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় তিনটি অঞ্চলের বোর্ড গঠন

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ছটি গ্রাম পঞ্চায়েতে দুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও আজ আরও তিনটি  পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। চৈতন্যপুর জয়নগর হোড়খালি রাত থেকে প্রস্তুতি নিয়েছেন বিভিন্ন পঞ্চায়েত অফিসের সামনে দলীয় পতাকা দিয়ে সুসজ্জিত করেছেন বিভিন্ন রাজনৈতিক দল । 

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত শহরের প্রাণকেন্দ্র চৈতন্য বোর্ড গঠন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিজেপি। জয়নগর এবং হোড়খালি দুটি পঞ্চায়েত বোর্ড গঠন হবে আজ ।

গত ১০ই আগস্ট পঞ্চায়েত সমিতির তিনটি আশদতলিয়া কুকড়াহাটি এবং গুয়াবেরিয়া অঞ্চলে বোর্ড গঠনের দিন থাকলেও কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠন স্থগিত রয়েছে। আসক্তদের অঞ্চলে দলীয় সিদ্ধান্ত কি না মেনেই নিজেরাই মূল গঠন করেছে সে নিয়ে ও কর্মীদের মধ্যে হাতাহাতি হয়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যেতে হয়েছিল।

আজ সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন। সকলে তাকিয়ে রয়েছে  আজকের সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় অঞ্চলে  বোর্ড গঠনে কিছু ঘটতে চলেছে কিনা।

চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৯ তৃণমূল ১১ বিজেপি ১৮ বোর্ড গঠনে দিকে বিজেপি। ১১ ই আগস্ট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে বিজেপি।

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত মোট আসন ২১ তৃণমূল ১৩ বিজেপি ৮ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস।

জয়নগর গ্রাম পঞ্চায়েত মোট আসন ১০ তৃণমূল কংগ্রেস ৭ বিজেপির ৩ টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস।

সকল নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অগ্রিম শুভেচ্ছা জানালেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী।


No comments