Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম স্মরণে

ক্ষুদিরাম স্মরণে আজ ১১ই আগস্ট অগ্নি শিশু ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল ভোর সাড়ে পাঁচটায় ওই সময় থেকে আজ ১১ই আগস্ট শুক্রবার  কলিকাতা হাইকোর্ট চত্ত্বর ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে কর্মসূচি এস ইউ সিআই।পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায…

 



ক্ষুদিরাম স্মরণে 

আজ ১১ই আগস্ট অগ্নি শিশু ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল ভোর সাড়ে পাঁচটায় ওই সময় থেকে আজ ১১ই আগস্ট শুক্রবার  কলিকাতা হাইকোর্ট চত্ত্বর ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে কর্মসূচি এস ইউ সিআই।

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ক্ষুদিরামের মূর্তির পাদদেশে আজ স্মরণ দিবস পালন করবে  বিভিন্ন সংস্থা। হলদিয়া পৌর এলাকায় বেশ কয়েকটি ক্ষুদিরামের নামাঙ্কিত রাস্তা মোড় রয়েছে। এছাড়াও হলদিয়া পৌরসভার নিজস্ব উদ্যোগে গত বছর ২৪ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামের মূর্তি স্থাপিত হয়েছিল ঘটা করেই । বর্তমানে পৌর বোর্ড নেই প্রশাসনিক নিয়োগ হয়েছে। ক্ষুদিরাম কি অবহেলিত হবে? পালিত হবে না  ক্ষুদিরামের আত্ম বলিদান  দিবস।


হলদিয়া পৌরসভা এলাকায় বিভিন্ন স্কুলে পালিত হল ক্ষুদিরামের আত্ম বলিদান দিবস। ক্ষুদিরামের জীবনী নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের আজকের দিনে উদ্বুদ্ধ করেন।

“একবার বিদায় দে মা ঘুরে আসি।

হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।


কলের বোমা তৈরি করে

দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো,

বড়লাটকে মারতে গিয়ে

মারলাম আরেক ইংলন্ডবাসী।


হাতে যদি থাকতো ছোরা

তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো

রক্ত-মাংসে এক করিতাম

দেখতো জগতবাসী


শনিবার বেলা দশটার পরে

জজকোর্টেতে লোক না ধরে মাগো

হল অভিরামের দ্বীপ চালান মা

ক্ষুদিরামের ফাঁসি


বারো লক্ষ তেত্রিশ কোটি

রইলো মা তোর বেটা বেটি মাগো

তাদের নিয়ে ঘর করিস মা

মোদের করিস দাসী


দশ মাস দশদিন পরে

জন্ম নেব মাসির ঘরে মাগো

তখন যদি না চিনতে পারিস

দেখবি গলায় ফাঁসি ।”

কলকাতা হাইকোর্ট চত্বরে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকবেন এস ইউ সি আই দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য প্রাক্তন সাংসদ তরুণ মন্ডল  পলিট ব্যুরো সদস্য সৌমেন বসু কলকাতা জেলা কমিটির সম্পাদক সুব্রত গৌরী সহ রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য ও অন্যান্য ফোনটি নেতৃত্ব। এছাড়াও দলে তরফ থেকে দীর্ঘ নানা কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, ক্ষুদিরামের এই মূর্তিটিকেই কলিকাতায় বানানো মূর্তি গুলির মধ্যে একমাত্র জীবন্ত মূর্তি শিরোপা দিয়েছিলেন বিশিষ্ট ভাস্কর রামকিঙ্কর বেইজ । তিনি বলেছিলেন একদম জীবন্ত মূর্তি ক্ষুদিরাম। যেন এখনই লাফিয়ে বেরিয়ে আসবে, মূর্তিটি তৈরি করেছিলেন এসইউসিআই উড়িষ্যার তৎকালীন রাজ্য সম্পাদক আরেক ভাস্কর অসিত দত্ত।



No comments