Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা সভায় - শুভেন্দু

নন্দীগ্রামে বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা সভায় - শুভেন্দু গননার দিন আমরা আরো একটি জেলা পরিষদ আসন জিততে পারতাম। রাত্রি ২ টোর সময় এডিএম বিডিওকে নিয়ে চুরি করে জিতেছে। তৃনমুল কয়লা বালির পর এখন ব্যালট খাচ্ছে। আগামীদিনে ইভিএম খাওয়ার জন…

 



নন্দীগ্রামে বিজয়ী প্রার্থীদের সম্বর্ধনা সভায় - শুভেন্দু

 গননার দিন আমরা আরো একটি জেলা পরিষদ আসন জিততে পারতাম। রাত্রি ২ টোর সময় এডিএম বিডিওকে নিয়ে চুরি করে জিতেছে। তৃনমুল কয়লা বালির পর এখন ব্যালট খাচ্ছে। আগামীদিনে ইভিএম খাওয়ার জন্য তৈরীব হচ্ছে।

 নির্বাচনের দিন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না।রাস্তাতে ছিল। তার পরও এখানকার সাফল্য ৮০%। আমরা যেখানে ছিলাম না সেখানে নির্দল ছিল আমরা সাপোর্ট করেছি।

বালটের পেছনে সই না রেখে আইপ্যাকের সঙ্গে বিডিও প্রিসাইডিং মিলে অবৈধভাবে জেতার চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ যেখানে নেই সেন্ট্রাল ফরেনসিক ল্যাবকে তদন্তের আবেদন জানিয়েছি।

নন্দীগ্রামের আইসিরা যেভাবে মিথ্যা মামলা করে ফাসাচ্ছে, সার্টিফায়েড কপি তুলে হাইকোর্টে যাবো। সংখ্যালঘু ভোট বাড়ানোর লক্ষ্যে এবার সংখ্যালঘু এলাকায় সংগঠন বাড়ানোর জোর শুভেন্দুর। অন্ত্যত ৫০টি বুথে সংগঠন বাড়ানোর নিদান। জিভাবে সম্ভব তার ব্যাখাও দেন শুভেন্দু।

পিসি ভাইপোকে উৎখাত না করা পর্যন্য শান্তি নেই।

নন্দীগ্রাম রেল প্রকল্পের জন্য ২০৬ কোটি টাকা বরাদ্দ।কেউ বাধা দেবেন না। চাকরির জন্য আইনি পথেই লড়াই করুন।

বিজেপির জয়ী প্রার্থীরা এবার থেকে মিড ডে মিল আইসিডিএসের খাওয়ার ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা লক্ষ্য রাখবেন।

সম্বর্ধনা যাপন করবেন বিরোধী শুভেন্দু অধিকারী


ভারতীয় জনতা পার্টির মনোনীত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিনিধিদের সম্বর্ধনা যাপন 

ধান নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিএমটি হাই স্কুলের অডিটেরিয়াম হলে

No comments