Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তপ্ত চৈতন্যপুর ইটের আঘাতে আহত ১

উত্তপ্ত চৈতন্যপুর ইটের আঘাতে আহত ১ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/juNquZ253ws১১ ই আগস্ট সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার দিন ঠিক ছিল। চৈতন্যপুর জয়নগর এবং হোড়খালি। সকাল থেকে উত্তপ্ত হয…

 


উত্তপ্ত চৈতন্যপুর ইটের আঘাতে আহত ১

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/juNquZ253ws

১১ ই আগস্ট সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার দিন ঠিক ছিল। চৈতন্যপুর জয়নগর এবং হোড়খালি। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে চৈতন্যপুর মোড় বেলা বারোটা বাজতেই নির্বাচিত প্রতিনিধিরা অঞ্চল অফিসের দিকে রওনা হন পূর্ব এবং পশ্চিম দিকে দুই দলেরই সমর্থক জমায়েত করে।

হলদিয়া মন্ডল এক সভাপতি অরুন মাইতি বলেন বহিরাগতদের নিয়েছে জমায়েত করেছে তৃণমূল। শান্ত চৈতন্যপুর কে অশান্ত করার চেষ্টা করছে শাসক দল। কুকড়াহাটিতে আমাদের দলের নির্বাচিত সদস্যকে অপহরণ করে নিয়ে  গিয়েছিল আর তারই পরিপ্রেক্ষিতে কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠন স্থগিত রয়েছে।

 আজ সেই ধরনের পরিকল্পনা করছে শাসক দল তৃণমূল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের দিক থেকেই ইট এসে ইটের আঘাতে আমাদের এক কর্মী আহত হয়েছেন নাম মানব মান্না। মানবকে অ্যাম্বুলেন্স করে দুর্গাচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হন হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে এবং তার বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত জনতাকে ছত্র ভঙ্গ করেন। দীর্ঘ সময় রাজ্য সড়কে বাস বন্ধ ছিল রাহুল বাবুর হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়ে যায়।

চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৯ তৃণমূল ১১ বিজেপি ১৮ বোর্ড গঠনে দিকে বিজেপি। বিজেপির  দলের সমর্থক প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হন। ১৮ টি আসন পেয়েছে বিজেপি ১১ টি পেয়েছে তৃণমূল ।

চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন সোমনাথ মান্না উপ-প্রধান নির্বাচিত হয়েছেন মঞ্জুশ্রী দাস।

No comments